Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইসিসি সতর্ক করলো ভারতের এই খেলোয়াড়কে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৫:১৪ PM আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৫:১৪ PM

bdmorning Image Preview


 

চলতি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টিম ইন্ডিয়ার বাঁ-হাতি পেসার খলিল আহমেদকে সর্তক করলো ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সিরিজের চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসকে আউটের পর প্যাভিলিয়নের পথ দেখিয়ে আইসিসির আচরনবিধি ভঙ্গ করেছেন খলিল। তাই মৌখিকভাবে সর্তক হলেন তিনি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন খলিল।

ভারতের দেওয়া ৩৭৮ রানের টার্গেটে ব্যাট হাতে নেমে ২০ রানের মধ্যে ২ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্যাট হাতে উইকেটে যান স্যামুয়েলস। ১৩তম ওভার পর্যন্ত ভারতীয় বোলারদের দেখেশুনেই খেলছিলেন। কিন্তু ১৪তম ওভারের চতুর্থ বলে খলিলের শিকার হন তিনি।

খলিলের বলে প্রথম স্লিপে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে আউট হন স্যামুয়েলস। ক্যারিবীয় এই ব্যাটসম্যানকে শিকার করে তাকে প্যাভিলিয়নের পথ দেখান খলিল। যা আইসিসির আচরণবিধি ভঙ্গের শামিল।

এ ব্যাপারে এক বিবৃতিতে আইসিসি জানায়, ‘স্যামুয়েলসকে আউটের পর তাকে প্যাভিলিয়নের পথ দেখানো আইসিসি’র নিয়মের মধ্যে নেই। তাই তাকে অফিসিয়ালি সর্তক করা হলো।’

Bootstrap Image Preview