Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রংপুর-রাজশাহী ম্যাচে নাঈম ও সানজামুলের চমক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০২:২৬ PM আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০২:৪১ PM

bdmorning Image Preview


এনসিএলের পঞ্চম রাউন্ডে টায়ার-২ এর রংপুর ও রাজশাহী ডিভিশনের ম্যাচে ২য় দিনে ৩৩৬ রানে শেষ হয়েছে রংপুরের ইনিংস।রংপুরের বিপক্ষে ৬৯ রানের বিনিময়ে ৭ উইকেট শিকার করেন বাঁহাতি লেফট আর্ম অর্থোডক্স বোলার সানজামুল। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ উেইকেট হারিয়ে ১৪ রান তুলেছে রাজশাহী।

সানজামুলের বোলিং তোপে রংপুর অলআউট হয় ৩৩৬ রানে। রংপুরের পক্ষে নাঈম ইসলাম ৮৯ রান করেন। এছাড়া ওপেনার রাসকিন আহম্মেদের ব্যাট থেকে আসে ৭৯ রান।

আজ রকিবুল হকের উইকেট তুলে নিয়ে প্রথম শ্রেণীর ক্যারিয়ারে ইনিংসে ১৪তম পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান  সানজামুল। প্রথম শ্রেণীর ৬৮ ম্যাচে ২৪৬ উইকেট রয়েছে সানজামুলের। সর্বোচ্চ ৮০ রানে ৯ উইকেট যা ছিল গত বছর নর্থ জোনের বিপক্ষে।

চলতি বছর শ্রীলংকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় সানজামুলের এবং ম্যাচে মাত্র ১ উইকেট নেন। এরপর জাতীয় দলে আর নিয়মিত হতে পারেন নাই , শ্রীলঙ্কার বিপক্ষে পরের টেস্টে বাদ পড়েন।

বাদ পড়ার পর আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা "এ " দলের বিপক্ষে অসাধারণ বোলিং করেন এই বাঁহাতি স্পিনার। আয়ারল্যান্ড সফরে ৩ ম্যাচে ৫ উইকেট এবং শ্রীলঙ্কার "এ" দলের বিপক্ষে এই বছর জুলাই মাসে সিলেটে শেষ দুই ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন।

ওয়ানডে অভিষেক হয় গত বছর এবং ৩ ম্যাচে ৫ উইকেট নেন সানজামুল। সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেন চলতি বছর জানুয়ারি মাসে এবং শেষ ম্যাচে ১০ ওভারে ২৮ রানে ২ উইকেট নিয়েছিলেন।

 

Bootstrap Image Preview