Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঞ্জাবে হজের স্থলাভিষিক্ত হলেন হেসন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০১:৫১ PM আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০১:৫১ PM

bdmorning Image Preview


ব্যর্থতার জেরে কোচবদলের ছবি ফুটবলে সব সময়ই দেখা গেলেও ক্রিকেটেও কম মাত্রায় হলেও সেটা চোখে পড়ে৷ ঠিক সেই পথেই হাঁটল আইপিএল ফ্র্যাঞ্চাইজি কিংস ইলেভেন পাঞ্জাব৷ এখনও দু’বছরের চুক্তি থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ের আগেই সরিয়ে দেওয়া হল পাঞ্জাবের হেড কোচ ব্র্যাড হজকে৷ পরিবর্তে দায়িত্ব তুলে দেওয়া হল নিউজিল্যান্ডের জাতীয় দলের প্রাক্তন হেড কোচ মাইক হেসনের হাতে৷

ব্র্যাড হজের কোচিংয়ে গত মৌসুমে কিংস ইলেভেন আইপিএলের শুরুটা দুর্দান্তভাবে করে৷ প্রথম সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে তারা জয় তুলে নেয়৷ তবে লিগের দ্বিতীয়ার্ধে মুখ থুবড়ে পড়ে পাঞ্জাবের অভিয়ান৷ শেষ সাতটি ম্যাচের মধ্যে ছ’টিতে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা৷

দলের এমন ছন্দপতনে বিরক্ত পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজি কোচের পদ থেকে হজকে সরিয়ে দিতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে৷ মাইক হেসনের নিযুক্তিতে সেই জল্পনায় সিলমোহর পড়ল শেষমেশ৷নতুন মৌসুমে হেসন দলের মেন্টর তথা ক্রিটেক অপারেশন হেড বীরেন্দ্র শেওয়াগের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন৷

প্রথম শ্রেনির ক্রিকেট খেলার অভিজ্ঞতা না থাকা হেসনের কোচিংয়ে নিউজিল্যান্ড ২০১৫ আইসিসি বিশ্বকাপের ফাইনাল খেলে৷ সকলকে অবাক করে চলতি বছরের জুলাইয়ে কিউয়ি হেড কোচের পদ থেকে অব্যাহতি নেন৷ ২০১৯ বিশ্বকাপের ঠিক একবছর আগে আচমকা হেসনের সরে দাঁড়ানো নিয়ে বিস্ময় প্রকাশ করে কিউই ক্রিকেটমহল৷

কোচ বদল ছাড়াও নতুন মৌসুমের জন্য ঘর গোছানো শুরু করেছে কিংস ইলেভেন৷ তারা ট্রেড উইন্ডোর মাধ্যমে প্লেয়ার ট্রান্সফার করেছে আরসিবি’র সঙ্গে৷ মার্কাস স্টোইনিসের বদলে তারা মনদীপ সিংকে দলে নিয়েছে৷

Bootstrap Image Preview