Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেন্ডুলকারকে সরিয়ে জায়গা করে নিলেন রোহিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ১২:১০ PM আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ১২:১০ PM

bdmorning Image Preview


নিজের শহরেই ফের জ্বলে উঠলেন রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে আসল ১৬২ রানের একটি দুর্দান্ত ইনিংস।২০টি চারের সঙ্গে মেরেছেন ৪টি ছক্কা। সোমবার এই ইনিংসের মধ্যে দিয়ে শচীনকে পেরিয়ে গিয়েছেন রোহিত।

তবে শচীনের যে রেকর্ডটা রোহিত পেরিয়েছেন, সেটা আগেই পেরিয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। একটু খোলসা করা যাক। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সব থেকে বেশি ছয় মারার রেকর্ড সচীনকে তিন নম্বরে নামিয়ে দিয়ে দু'নম্বরে উঠে এসেছেন রোহিত।

ভারতীয়দের মধ্যে একদিনের ক্রিকেটে শচীন ১৯৫টি ছয় রয়েছে।১৯৮টি ছক্কা মেরে শচীনের থেকে একধাপ ওপরে দ্বিতীয় স্থানে রোহিত। সর্বাধিক ২১১ ছক্কা মহেন্দ্র সিং ধোনির। ১৮৯ টি ছক্কার মালিক সৌরভ গাঙ্গুলি চতুর্থ এবং ১৫৩টি ছক্কা মেরে যুবরাজ সিংহ এই তালিকায় আছেন পঞ্চম স্থানে। কিন্তু যে হারে রোহিত এগোচ্ছেন, তাতে ধোনির রেকর্ডও নিরাপদ বলে মনে হচ্ছে না।

প্রথম ওয়ানডেতে ১৫২ রানের ইনিংস খেলে সর্বাধিক দেড়শ রানের ইনিংসের তালিকায় শচীন টেন্ডুলকারকে পিছনে ফেলে দেন রোহিত। এবার আরেকটি দেড়শতাধিক রানের ইনিংস খেলে বিশ্ব রেকর্ডটিকে আরো মজবুত করলেন এই ডানহাতি। মোট সতটি দেড়শতাধিক ইনিংস এখন রোহিতের। যা আর কারো নেই।

পাশাপাশি আরও একটা রেকর্ড যেটা রোহিত করেছেন। সেটা অবশ্য তিনি ২০১৩ থেকেই করে আসছেন। প্রতি বছর একদিনের ক্রিকেটে ভারতের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড।

২০১৩-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দ্বিশতরান করেছিলেন রোহিত (২০৯)। পরের বছর শ্রীলঙ্কার বিরুদ্ধে আরও একটা মেগা দ্বিশতরান (২৬৪) করে সবাইকে তাক লাগিয়ে দেন তিনি। ২০১৫-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি একদিনের ম্যাচে তাঁর ১৫০ রানের ইনিংসটাই ছিল সে বছর ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। পরের বছর একই ভাবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১৭১ রানের একটা ইনিংস খেলেন তিনি। ২০১৭-তে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের তৃতীয় দ্বিশতরান (২০৮ অপরাজিত) করে ফেলেন তিনি। তারপর ২০১৮।

আপাতত রোহিতের এই ১৬২ রানের ইনিংসটাই ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস থাকল। কেউ যদি এই রেকর্ডটি ভাঙতে চান, তা হলে তাঁর কাছে শেষ সুযোগ রয়েছে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে। কারণ সেটিই হবে এ বছরের ভারতের শেষ একদিনের ম্যাচ।

Bootstrap Image Preview