Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিরিজে এগোলো ভারত, মাইলফলক ছোঁয়া হলো না কোহলির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০১৮, ০৯:৪৫ AM আপডেট: ৩০ অক্টোবর ২০১৮, ০৯:৪৫ AM

bdmorning Image Preview


ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে ২২৪ রানের বড় জয় ‘‘মেন ইন ব্লু’র’’৷ সোমবার ৩৭৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মাত্র ৩৬. ওভারেই অলআউট হয়ে ক্যারিবিয়ানরা৷

রোহিত শর্মা-আম্বাতি রায়াডুর ব্যাটিং সঙ্গে বোলারদের দুরন্ত পারফরম্যান্স। চতুর্থ ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে ভর করে ক্যারিবিয়ানদের ধরাশায়ী করল ভারত। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে কোহলিরা বড় রানে জয় পেলেন। কোহলির ব্যাট থেকে টানা চতুর্থ ম্যাচে শতরান না এলেও সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। কোহলি এদিন ১৭ বল থেকে ১৬ রান করেন। তাই  সাঙ্গাকারার একটানা চার ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটা নিজের করে নিতে পারলেন না তিনি।

এদিন ব্র্যাবোর্নে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক। সুযোগের সদ্ব্যবহারও করেন ভারতীয় ব্যাটসনম্যানরা। ব্যাটিং সহায়ক পিচে এদিন কাজের কাজটা করে দিয়েছেন রোহিত শর্মা। ১৩৭ বলে ১৬২ রানের ইনিংস। মিডল অর্ডারেও ভরসা যুগিয়ে অম্বাতি রায়ডু ৮১ বল থেকে ১০০ রানের ইনিংস খেলে বিদায় নেন। এই দুই ব্যাটসম্যানের জোড়া শতরানেই ৩৭৭ রানের স্কোর দাড় করায় ভারত।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫৩ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সের সামনে এদিন দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।ক্যারিবিয়ানদের মধ্যে একমাত্র রান পেয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার (৫৪)। বল হাতে নজর কেড়েছেন ভারতের তরুণ তুর্কী খালিল আহমেদ। ৫ ওভার বল করে ১৩ রান দিয়ে তিনটি উইকেট নিয়েছেন খলিল৷ তিনটি উইকেট নিয়েছেন কুলদীপও৷ ২২৪ রানে ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ‘‘মেন ইন ব্লু’’৷ আগামী ১ নভেম্বর সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি ৷

Bootstrap Image Preview