Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এশিয়া কাপের স্বর্ণজয়ী খেলোয়াড় পেটের দায়ে আইসক্রিম বিক্রি করছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৬:০৫ PM আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৬:০৫ PM

bdmorning Image Preview


ভাগ্য বলে একটা কথা আছে।কখন যে কার কি হয় সেটা বলা মুশকিল।একসময় এশিয়ান গেমসে জিতেছেন রুপো। আর এখন রাস্তায় রাস্তায় আইসক্রিম বিক্রি করে বেড়াচ্ছেন।ভারতের এই বক্সিং খেলোয়াড় দীনেশ কুমার।

দীনেশের ঠিকানা এখন রাস্তায়। হাতে গ্লাভস নেই। বরং ঠেলছেন আইসক্রিম-কুলফির গাড়ি। জীবন পালটে গিয়েছে দীনেশের। দেশের হয়ে পদক জেতার স্বপ্ন উধাও। কঠোর বাস্তবের নির্মমতায় চুরমার কেরিয়ার। এখন শুধু বাড়ির দেনা শোধই তাঁর ধ্যানজ্ঞান।

রাস্তায় কুলফি বিক্রি করা দীনেশের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে একের পর এক যানবাহন। হেঁটে যাচ্ছেন অনেকে। কেউ চিনতেই পারছেন না দেশে-বিদেশে নানা প্রতিযোগিতায় ১৭ সোনা, এক রুপো ও পাঁচ ব্রোঞ্জ জয়ী অর্জুন পুরস্কারপ্রাপ্ত বক্সারকে।

২০১৪ সালে সামানার কাছে এক দুর্ঘটনাতেই বদলে গিয়েছে জীবন। তাঁর গাড়ি ধাক্কা মেরেছিল ট্রাকে। সাহায্যের হাত বাড়াননি কেউ। পাশে থাকেনি সরকারও। আর্থিক দুর্দশায় মুথ থুবড়ে পড়া পরিবারকে টেনে তুলতেই দীনেশ এখন আইসক্রিম-ওয়ালা।

 

Bootstrap Image Preview