Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে কোন দল না পেয়ে যা বললেন নাফিস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০৪:০২ PM আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০৪:০২ PM

bdmorning Image Preview


আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ কোন দলে জায়গা হয়নি বাংলাদেশ জাতীয় দলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের নেতৃত্বকারী শাহরিয়ার নাফিসের । কারণ খুঁজতে গেলে গত বিপিএলে ৮ ম্যাচে কোনো ফিফটি নেই, করেছেন মোটে ১০৮ রান। মূলত এই কারনে অবিক্রিত আছেন তিনি।জমকালো এই টুর্নামেন্টে কোন দল না পেয়ে যতটা না হতাশ হয়েছেন নাফিস তার থেকেও বেশি অবাক হয়েছেন।

বিপিএলে অবিক্রিত থাকার কারন নিয়ে কথা বলেছেন দেশের শীর্ষ এক দৈনিক পত্রিকার সাথে, কেন দল পেলাম না আমি ঠিক জানি না। জানি না বলেই অবাক হচ্ছি। বিপিএলে আমার আগের পাঁচ টুর্নামেন্টের পরিসংখ্যান দেখুন। রান সংখ্যায় বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আমি সম্ভবত ১১ নম্বরে। ৪৩টির মতো ম্যাচ খেলেছি; রান করেছি সাড়ে নয় শর ওপরে। আগের ১০ জনের মধ্যে শুধু তামিম ছাড়া বাকি সবাই আমার চেয়ে অনেক বেশি ম্যাচ খেলেছে। এই রেকর্ডের কথা দলগুলো জানে কি না, জানি না। জানলে কোনো দলই আমাকে নেবে না, এটি অবশ্যই আমাকে অবাক করেছে।'

তবে শুধু শাহরিয়ার নাফিস নয়, এছাড়াও দল পাননি ঘরোয়া ক্রিকেটে রানের ফোয়ারা ছুটানো তুষার ইমরান। আব্দুর রাজ্জাক, তানবির হায়দার খান, নাজমুল হোসেন মিলন, আসিফ আহমেদ রাতুল, ইরফান শুক্কুর, সাকলাইন সজীব, মুক্তার আলি, ধীমান ঘোষ, ইলিয়াস সানীর, জুবায়ের হোসেন লিখনের মতো নিয়মিত বিপিএলে খেলা ক্রিকেটাররাও।

Bootstrap Image Preview