Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হ্যাটট্রিক হার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০১৮, ০২:৫৬ PM আপডেট: ২৯ অক্টোবর ২০১৮, ০২:৫৬ PM

bdmorning Image Preview


পাকিস্তান থেকে শূন্য হাতেই দেশে ফিরছে অস্ট্রেলিয়া। টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হারানোর করার পর ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে ধরাশায়ী করল পাকিস্তান। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় আগেই নিশ্চিত করে ফেলেছিল সরফরাজ আহমেদ অ্যান্ড কোম্পানি। রবিবার তৃতীয় ম্যাচে ৩৩ রানে জয়ের সঙ্গে সঙ্গে টি-টোয়েন্টিতে অজিদের হোয়াইট ওয়াশ করল তারা।

রবিবার রাতে প্রথম দুই ম্যাচে দুরন্ত ছন্দে থাকা ওপেনার বাবর আজম অর্ধশতরান করলেন। ৪০ বলে ৫০ রান করে আউট হন তিনি। এছাড়া আরেক ওপেনার শাহিবজাদা আহমেদের ৩৯ রান এবং মোহম্মদ হাফিজের ৩২ রানে ভর করে এদিন প্রথমে ব্যাট করে ১৫০ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান।

জবাবে ব্যাট করতে নেমে ফের একবার পাক বোলারদের সামনে অপ্রস্তুত দেখায় ক্যাঙ্গারুর দেশের ব্যাটসম্যানদের। ১৫১ রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় তারা। পাকিস্তানের সবচেয়ে সফল বোলার শাদাব খান। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে লিন, ম্যাক্সওয়েল ও মার্শের উইকেট তুলে নেন এই লেগ স্পিনার। এছাড়া ২টি উইকেট নেন হাসান আলি।

পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাথা তুলতে পারেননি কোনও অজি ব্যাটসম্যানই। সর্বোচ্চ ২১ রান করেন ম্যাকডেরমট ও মার্শ। ১৯.১ ওভারে ১১৭ রানেই শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। একইসঙ্গে টেস্ট সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজেও বিধ্বস্ত হয় তারা। উল্টোদিকে সরফরাজের নেতৃত্বে সংক্ষিপ্ত ফরম্যাটে টানা ১০টি সিরিজ জয় পাকিস্তানের।

Bootstrap Image Preview