Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চড়া দামে আফ্রিদিকে কিনলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০৪:৪৪ PM আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০৪:৪৪ PM

bdmorning Image Preview


আসন্ন বিপিএলে পাকিস্তানি  হার্ডহিটার শহীদ আফ্রিদিকে  দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন শহিদ আফ্রিদি। তাকে কিনতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে খরচ করতে হয়েছে ২ লাখ ডলার। অর্থ্যাৎ বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।

আজ ড্রাফটে ৬ নম্বর কল ছিল কুমিল্লার। নিজেদের এই ডাকে তারা প্রথমেই কিনে নেয় আফ্রিদিকে। এছাড়া শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকেও দলে টেনেছে তারা।বিপিএলের গত মৌসুমে ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেছিলেন শহীদ আফ্রিদি।

এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন মিম ইকবাল, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফউদ্দিন, শোয়েব মালিক, অ্যাসেলা গুনারত্নে, লিয়াম ডসন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদি হাসান, জিয়া-উর রহমান, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, মোশরারফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ, সঞ্জিত সাহা, এভিন লুইস, ওয়াকার সালমা খাই, আমের ইয়ামিন।

Bootstrap Image Preview