Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলের ষষ্ঠ আসরে দল পেলেন আশরাফুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০২:৩৫ PM আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০২:৩৮ PM

bdmorning Image Preview


চলতি বছরের ১৩ আগষ্ট পাঁচ বছর নিষেধাজ্ঞা  শেষ হয়ছে মোহাম্মদ আশরাফুলের। তাই আগামী বছরের জানুয়ারিতে শূরু হতে যাওয়া বিপিএলের ষষ্ঠ আসরে অংশ নিতে আর কোনো বাঁধা নেই আশরাফুলের। আর এই সুযোগে আশরাফুলকে দলে টেনে নিল চিটাগং ভাংকিংস। নিলাম প্রকিয়ার পঞ্চম সেটে তাকে দলে নেয় চিটাগং।

দীর্ঘ পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটিয়ে কাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য মুক্ত মোহাম্মদ আশরাফুল। বিপিএল ফিক্সিং-এ জড়িত থাকায় পেয়েছিলেন এই শাস্তি। দু বছর আগে ঘরোয়া ক্রিকেটে ফিরলেও এবার সুযোগ পাবেন বিপিএল খেলার। কিন্তু চলতি বছরের আগষ্টে  আন্তর্জাতিক ক্রিকেটে উপর থেকে তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। সেই সুবাদে বিপিএল ড্রাফটে নাম উঠে অাশরাফুলের। 

বিপিএল ড্রাফটে ‘বি’ ক্যাটাগরিতে নাম ছিল আশরাফুলের।তিনি সহ ‘বি’ ক্যাটাগরিতে ছিল বাংলাদেশের ১৭ জন খেলোয়াড়। এই তালিকায় খেলোয়াড়ের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১৮ লাখ টাকা। 

তাই বিপিএল ষষ্ঠ আসরে চিটাগংয়ের হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন আশরাফুল।এই দলের আইকন ক্রিকেটার মুশফিকুর রহিম। সবকিছূ ঠিক থাকলে তাকেই দেখা যাবে চট্টগ্রামের অধিনায়ক হিসেবে।এর আগে সরশেষ ঢাকা ডায়নামাইটের হয়ে খেলেছিলেন তিনি। 

‘বি’ ক্যাটাগরিতে থাকা অন্যান্য   শুভাগত হোম, শাহরিয়ার নাফিস, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক অন্যতম। মাত্রই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়া মোহাম্মদ আশরাফুলও রয়েছেন ‘বি’ ক্যাটাগরির তালিকায়।

Bootstrap Image Preview