Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্লেয়ার ড্রাফট শুরুর আগেই দল নিশ্চিত হলো মুশফিকের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০১৮, ০১:৫৭ PM আপডেট: ২৮ অক্টোবর ২০১৮, ০১:৫৭ PM

bdmorning Image Preview


আজ দুপুরে বিপিএল ষষ্ঠ আসরের প্লোয়ার ড্রাফট শূরু হচ্ছে। তবে এর আগেই বিপিএলে অংশ নেওয়া ৭টি ফ্রাঞ্চাইজি গত আসর থেকে চারজন করে ক্রিকেটার ধরে রেখেছে সঙ্গে দুজন করে ক্রিকেটারকে ড্রাফটের বাইরে নিজেদের দলে টেনেছে। আজ  ফ্রাঞ্চাইজি দলে টানবে অন্যান্য দেশি বিদেশি ক্রিকেটারকে।

তবে ৭টি ফ্রাঞ্চাইজি আইকন ক্রিকেটার বেছে নেওয়ার সময় অনেক আগে শেষ হলেও আেইকন বেছে নেওয়া বাকি ছিল চিটাগং ভাইকিংসের। কারণ তারা প্রথমে বিপিএল ষষ্ঠ আসরে অংশ নিতে অস্বীকার করেছিল। তবে শেষ অবদি তারা অংশ নিতে রাজি হয়।

অপরদিকে গত আসরে রাজশাহী কিংসের আইকন হিসেবে মাঠে নেমেছিলেন মুশফিকুর রহিম।আর প্লেয়ার ড্রাফট থেকে মুস্তাফিজুর রহমানকে দনে টেনেছিল তারা। কিন্তু এবার আইকন তালিকায় মুস্তাফিজ ও মুশফিক দুজনেইর নাম থাকায় আইকন মুস্তাফিজকে বেঁছে নেয় তারা। তাই মুশফিকের বেছে অাইকন ক্রিকেটার হিসেবে বেঁছে নেওয়া বাকি ছিল।চিটাগং আইকন নির্বাচীত না করায় অবধারিতভাবেই চট্টগ্রামে যাওয়ার কথা মুশফিকের।

কিন্তু বিপিএল ড্রাফট টেবিলে ওঠার আগেই এ নিয়ে কিছু নাটক তৈরি হয়। জানা যায় আইকন হলেও প্লোয়ার ড্রাফটে নাম উঠবে মুশফিকের। সেখান থেকে ফ্রাঞ্চাইজি গুলো দলে টেনে নেওয়ার সুযোগ পাবে। 

তবে ড্রাফট শুরু হওয়ার আগেই হয় আরো নাটকীয়তা।ড্রাফট শুরু হওয়ার আগেই চিটাগাং ভাইকিংসের আইকন ক্রিকেটার হিসেবে চুক্তি স্বাক্ষর করলেন মুশফিকুর রহিম। জানা গেছে, ৭৫ লাখ টাকায় দফারফা হয়েছে মুশফিকের সঙ্গে চিটাগাং ভাইকিংসের। এর মধ্যে বোনাস কিংবা অন্য কোনো কিছুই নেই। এটা রিটেই চুক্তির মূল্য।

 

Bootstrap Image Preview