Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রবিবার ৩৭৩ জন ক্রিকেটারকে নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল ড্রাফট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৩:৪৬ PM আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৩:৪৬ PM

bdmorning Image Preview


রবিবারই অনুষ্ঠিত হবে বিপিএল ষষ্ঠ আসরের প্লেয়ার ড্রাফট। এই ড্রাফটে দেশি ও বিদেশি ক্রিকেটার মিলে মোট ৩৭৩ জন বিদেশি ক্রিকেটারের নাম লিপিবদ্ধ করেছে। এদিনই জানা যাবে কোন দলে কোন ক্রিকেটারের ঠাঁই হচ্ছে। বিপি

গতবারের সাতটি দল নিয়েই বিপিএলের ষষ্ঠ আসর অনুষ্ঠিত হবে। এর মধ্যেই দল গুলো নিজেদের আইকন ক্রিকেটারসহ নিয়ম অনুযায়ী সর্বচ্চো চারজন করে ক্রিকেটারও বেছে নিয়েছে। ফ্রাঞ্চাইজি গুলো এর বাইরেও দুজন ক্রিকটোরকে ড্রাফটের বাইরে দলে নিতে পারবে। ফলে এর মধ্যেই বেশ কয়েকটি দল বিদেশি কয়েকজন ক্রিকেটারকে দলে নিশ্চিত করেছে। 

দলের বাকি সদস্যকে নিশ্চিত করতে এখন ফ্রাঞ্চাইজি গুলোর নজর রোববার অনুষ্ঠিত প্লোয়ার ড্রাফটে। এবছর প্লোয়ার ড্রাফটে ৩৭৩ জন বিদেশি ক্রিকেটাকে মোট ৭টি ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে।ক্যাটাগরিগুলো হলো ‘এ+’, ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’।

যেখানে এ+ ক্যাটাগরিতে রয়েছেন মাত্র ৩ জন ক্রিকেটার! ‘এ’ ক্যাটাগরিতে ৫ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৮৩ জন ও সর্বোচ্চ ২০৪ জন ক্রিকেটার রয়েছেন সর্বশেষ ‘এফ’ ক্যাটাগরিতে।

ড্রাফটে ৩৭৩জন ক্রিকেটারের মধ্যে সর্বোচ্চ ৮৬জন রয়েছেন ইংল্যান্ডের। এরপরেই পাকিস্তানের রয়েছে ৭২জন ক্রিকেটার। এরপর যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের ৫৬জন, শ্রীলঙ্কার ৫৫জন, আফগানিস্তানের ২০জন, দক্ষিণ আফ্রিকার ১৮জন, জিম্বাবুয়ের ১৫জন এবং আয়ারল্যান্ডের রয়েছেন ১০জন ক্রিকেটার।

অনুযায়ী আগামী ৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত হবে বিপিএল। তবে আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় বিপিএলের সময় সূচিতে পরিবর্তন আসতে পারে। 

Bootstrap Image Preview