Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিন পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০২:১৪ PM আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০২:২৬ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ে সিরিজে টানা দুই ওয়ানডে ম্যাচ জিতে সিরিজটি ইতিমধ্যে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ নিয়মরক্ষার ম্যাচে চট্টগ্রামে শেষ বারের মতো মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল। এ ম্যাচে টসে জীতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।একাদশে এসেছে তিনটি পরিবর্তন। 

আজ একাদশে তিন নম্বরে ব্যাটিং করা রাব্বির পবিবর্তে দলে এসেছেন সৌম্য সরকার। এ্ররপর মিরাজকে বিশ্রামে রেখে তার জায়গায় সুযোগ পেয়েছেন  আরিফুল হক। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ওয়ানডেতে তার অভিষেক হচ্ছে। এছাড়া মুস্তাফিজকে বিশ্রামে রেখে তার জায়গায় দলে আনা হয়েছে আবু হায়দার রনিকে। 

আজ জিতলে জিম্বাবুয়েকে আরেকবার হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।প্রথমবার ২০০৬-০৭ মৌসুমে। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-০ ব্যবধানে জিতেছিল হাবিবুল বাশারের দল। দুই দলের শেষ দুটি দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। ২০১৪ সালে ৫-০ তে, পরের বছর ৩-০ ব্যবধানে। 

বাংলাদেশের একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক,নাজমুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও আবু হায়দার রনি।

Bootstrap Image Preview