Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

একাদশে তিনটি পরিবর্তনের আভাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১২:৪৬ PM আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১২:৫১ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ে সিরিজে টানা দুই ওয়ানডে ম্যাচ জিতে সিরিজটি ইতিমধ্যে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। আজ নিয়মরক্ষার ম্যাচে  হারালেই হোয়াইটওয়াশ হবে জিম্বাবুয়েকে। তবে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার চেয়ে রিজার্ভ বেঞ্চে বসে থাকা কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার পক্ষে নির্বাচকরা। তাই আজ একাদশে একাধিক পরিবর্তন আসতে পারে। 

তামিমের অনুপন্থিতে ওপেনিংয়ে লিটন দাস ও ইমরুল কায়েস বেশ ভালো ভাবেই দ্বায়িত্ব পালন করছেন। এরপরেই সাকিবের জায়গায় প্রথম দুই ওয়ানডে তিন নম্বরে ব্যাটিং করা রাব্বির পবিবর্তে দেখা যেতে পারে সৌম্য সরকার অথবা নাজমুল হাসান শান্তর মধ্যে যেকোন একজনকে। যদিও রাব্বিকে আরো একটি সুযোগ দিতে আগ্রহী মাশরাফি।

চার, পাঁচ ও ছয় নম্বরে যথারীতি থাকবেন মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন ও মাহমুদুল্লাহ। সাত নম্বরে আজ মেহেদি হাসান মিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে। তার জায়গায় সুযোগ দেওয়া হতে পারে দীর্ঘদিন দলের সঙ্গে থেকে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আরিফুল হককে। মূলত ব্যাটিং তার প্রধান শক্তি হলেও মিডিয়াম পেস বোলিং করে থাকেন। 

এরপরেই বোলিংয়ে স্পিনার হিসেবে থাকনে নাজমুল ইসলাম অপু। নয়ে সাইফুদ্দীন এবং দশে মাশরাফি। যদিও উরুর ব্যাথা আর কুঁচকির সমস্যার সঙ্গে ঠান্ডাজিনিত সমস্যা্য় ভূগছেন মাশরাফির। তবে আজ ‍মুস্তাফিজকে বিশ্রামে রেখে সুযোগ দেওয়া হতে পারে আবু হায়দার রনিকে। কারণ সামনে দুই ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি/ নাজমুল ইসলাম শান্ত/ সৌম্য সরকার, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক,নাজমুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও আবু হায়দার রনি।

Bootstrap Image Preview