Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এটা আমার সাথে হলেও আমার খুব খারাপ লাগতো: মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ১২:০৩ PM আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ১২:০৩ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। তবে অভিষিক্ত সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি ফজলে মাহমুদ রাব্বি। তাই আজ একাদশোর বাইরে থাকতে পারেন তিনি। তবে তাকে আরো একটি সুযোগ দিতে আপত্তি নেই মাশরাফির।

সাকিবের অনুপস্থিতে ব্যাটিংয়ে তিন নম্বর পজিশন সামলানার দ্বায়িত্ব পেয়েছেন ফজলে মাহমুদ রাব্বি। কিন্তু সেই জায়গায় একবাররেই ব্যর্থ হয়েছেন তিনি। দুই ওয়ানডে মিলে আর আন্তর্জাতিক ক্যারিয়ারের বয়স মাত্র ৯ বল। একই সাথে এখনো রানের খাতাও খূলতে পারেননি তিনি। এমন পরিস্থিতিতে রাব্বির জায়গায় সৌম্য সরকার অথবা নাজমূল হাসনা শান্তকে খেলানোর কথা শোনা যাচ্ছে। তবে রাব্বিকে আরো একটি সুযোগ দিতে চান মাশরাফি। 

রাব্বিকে তৃতীয় ম্যাচে খেলানোর প্রসঙ্গে তিনি বলেছেন, অবশ্যই রাব্বি ভেরি আনফরচুনেট। এটা আমার সাথে হলেও আমার খুব খারাপ লাগতো। আমি ব্যক্তিগতভাবে মনে করি, সে যদি আরেকটা সুযোগ পায় আই ডোন্ট মাইন্ড। আমার কোনো সমস্যা নাই। কিন্তু, বিশ্বকাপের আগে আমাদের তো আরো কিছু প্লেয়ার আছে, কোচরা হয়তো চিন্তা করতে পারে যে তাদেরকেও একটু দেখতে হবে। সেক্ষেত্রে কি হবে জানি না। কিন্তু আমি কিছু মনে করবো না। এখন সবার চিন্তা ভাবনা কী দেখা যাক।’

জাতীয় দলে তিন নম্বরে ব্যাটিং করছেন রাব্বি। কিন্তু ঘরোয়া লিগে তিনি সাধারণত চার অথবা পাঁচ নম্বরে ব্যাটিং করে থাকেন। তবে ওই দুই পজিশনে যথাক্রমে মুশফিক ও মিঠুন নিয়মীত ভালো পারফর্ম করে আসছেন। তাই আজ দলে সুযোগ পেলেও তাকে তিন নম্বরেই খেলতে হবে।

Bootstrap Image Preview