Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাইগারদের তিন দিনের প্রস্তুতি ম্যাচে একাধিক চমক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১১:২৯ AM আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ১১:২৯ AM

bdmorning Image Preview


আগামিকাল শূক্রবার তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে মাঠে নামবে বাংলাদেশ। এর পরেই ৩ নভেম্বর থেকে শূরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট সিরিজের আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ থেকে ৩১ অক্টোবর হবে একটি প্রস্তুতি ম্যাচটি অনুষ্টিত হবে। তিনদিনের এই প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা করল বিসিবি।

বিসিবির ঘোষিত দলে ডাক পেয়েছেন জাতীয় লিগে ফর্মে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। এই মধ্যে রয়েছে দীর্ঘদিন দলের বাইরে থাকা পেসার শাহাদাৎ হোসেন রাজীব, টপঅর্ডার ব্যাটসম্যান মিজানুর রহমান এবং ওয়ানডে সিরিজে এখনো পর্যন্ত বেঞ্চে থাকা রুবেল হোসেন। এছাড়া  দলে রাখা হয়েছে প্রথম দুই ওয়ানডেতে ডাক মারা ফজলে মাহমুদ রাব্বীকেও। 

প্রস্তুতি ম্যাচের বিসিবির স্কোয়াড :

ফজলে মাহমুদ রাব্বী, মিজানুর রহমান, নাজমুল হোসেন শান্ত, জাকির হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, আরিফুল ইসলাম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, রুবেল হোসেন ও শাহাদাত হোসেন রাজীব।

প্রস্তুিত ম্যাচের পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ৩ নভেম্বর থেকে শূরু হবে প্রথম টেস্ট। এর মধ্যে দিয়ে আন্তজার্তিক অঙ্গনে পাঁ রাখতে যাচ্ছে সিলেট স্টেডিয়াম। ১১-১৫ নভেম্বর ঢাকায় হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।এদিকে দুই টেস্টের জন্য দল আজই  ঘোষণা করতে পারে বিসিবি।

Bootstrap Image Preview