Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্রুততম ১০ হাজারি ক্লাবে টেন্ডুলকারকে ছাড়িয়ে শীর্ষে কোহলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৮, ১০:১৬ AM আপডেট: ২৫ অক্টোবর ২০১৮, ১০:১৬ AM

bdmorning Image Preview


একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক অতিক্রম করলেন ভারত জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বুধবারে বিশাখাপত্তমে অনুষ্টিত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচে ২০৫তম ইনিংসে এই নতুন ইতিহাস রচনা করেছেন কোহলি।

দেশটির কিংবদন্তী ক্রিকেটার শচিন টেন্ডুলকার ২০০১ সালে ২৫৯ ইনিংস খেলে প্রথমবারের মত ১০ হাজার রানের এই মাইল ফলক অতিক্রম করেছিলেন। ক্যারিয়ারের ২০৫ তম ওডিআই ম্যাচ খেলতে নেমে ২৯ বছর বয়সি এই ব্যাটসম্যান ক্যারিবীয় অফ স্পিনার এ্যাশলে নার্সের বলে এক রান সংগ্রহের মাধ্যমে এই মাইলফলকে পৌছান। এর ফলে ক্রিকেট বিশ্বের ১৩তম এবং ভারতের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের এই অভিজাত ক্লাবে জায়গা করে নিয়েছেন কোহলি।

গত জুলাইয়ে মহেন্দ্র সিং ধোনি ১০ হাজার রানের এই অভিজাত ক্লাবের সদস্য হয়েছেন।‘কিং কোহলি’ নামে ভারতীয় গণমাধ্যমে পরিচিত এই ক্রিকেট তারকা অবশ্য গতকালের ম্যাচে ব্যক্তিগত ৪৪ রানে একবার জীবন পেয়েছিলেন। জেসন হোল্ডারের বলে উঠে আসা ক্যাচটি ফেলে দেন অভিষেক পাওয়া উইন্ডিজ ক্রিকেটার ওবেদ ম্যাককয়। কিন্তু জীবন পেয়ে শেষ পর্যন্ত ১৫৭ রানে অপরাজিত থাকেন কোহলি।

শুধু দ্রুততম দশ হাজার রানের নিরিখে সচীনকে টপকালেন বিরাট এমনটা নয়, তেন্ডুলকরের আরও একটি রেকর্ড ভেঙে দেন কোহলি৷ একদিনের ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এতদিন সবথেকে বেশি রান ছিল সচিনের৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২৯টি ইনিংসে সচিন করেন ১৫৭৩ রান৷ কোহলি ২৯টি ইনিংসেই টপকে যান মাস্টার ব্লাস্টারকে৷

এছাড়া চলতি বছরে ওয়ান ডে ক্রিকেটে একহাজার রানের গণ্ডি ছাপিয়ে যান কোহলি৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সব থেকে বেশি ওয়ান ডে সেঞ্চুরির রেকর্ডও গড়লেন ভারত অধিনায়ক৷ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৬টি শতরানসহ একদিনের ক্রিকেটে কোহলির সেঞ্চুরি সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৭৷

১০ হাজার রান পূর্ণ করা খেলোয়াড় তালিকা:

নাম দেশ ম্যাচ রান সেঞ্চুরি
শচীন টেন্ডুলকার ভারত ৪৬৩ ১৮,৪২৬ ৪৯
কুমার সাঙ্গাকারা শ্রীলংকা ৪০৪ ১৪,২৩৪ ২৫
রিকি পন্টিং অস্ট্রেলিয়া ৩৭৫ ১৩,৭০৪ ৩০
সনৎ জয়সুরিয়া শ্রীলংকা ৪৪৫ ১৩,৪৩০ ২৮
মাহেলা জয়বর্ধনে শ্রীলংকা ৪৪৮ ১২,৬৫০ ১৯
ইনজামাম উল হক পাকিস্তান ৩৭৮ ১১,৭৩৯ ১০
জ্যাক ক্যালিস দ. আফ্রিকা ৩২৮ ১১,৫৭৯ ১৭
সৌরভ গাঙ্গুলি ভারত ৩১১ ১১,৩৬৩ ২২
রাহুল দাবিড় ভারত ৩৪৪ ১০,৮৮৯ ১২
ব্রায়ান লারা ও. ইন্ডিজ ২৯৯ ১০,৪০৫ ১৯
তিলকরত্নে দিলশান শ্রীলংকা ৩১৯ ১০,০০৭ ২২
মাহেন্দ্র সিং ধোনি ভারত ৩২৯ ১০,১৪৩ ১০

Bootstrap Image Preview