Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্বিতীয় ম্যাচে টাইগারদের আলোচিত পাঁচ ঘটনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৮, ১০:৫৯ PM আপডেট: ২৪ অক্টোবর ২০১৮, ১০:৫৯ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচের জয় পেয়েছে টাইগাররা। দারুণ এই জয়ের সাথে সিরিজও জিতে নিলো মাশরাফিরা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের জয়ের ম্যাচে কিছু ঘটনা ঘটেছে যা বেশ আলোচিত। তেমনি পাঁচটি বিশেষ ঘটনা তুলে ধরা হল।

ফজলে রাব্বির ডাকঃ মিরপুরে অভিষেক ম্যাচে ডাক মারার পর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচে ডাক মারলেন এই বাঁ-হাতি ।তবে এই ডাক মারার জন্য রাব্বির হতাশ হওয়ার কিছু নেই কারণ অভিষেকের প্রথম দুই ম্যাচেও ডাক মেরেছিলেন শচীন টেন্ডুলকার।

উইকেটের পিছনে দাঁড়িয়ে মুশফিকের ডাবল  সেঞ্চুরিঃ ১৯৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৫৯টি ক্যাচ ও ৪২টি স্টাম্পিং করেছেন মুশফিকুর। ফলে তার ক্যারিয়ারে সর্বমোট ডিসমিসালের সংখ্যা হলো- ২০১টি। যা বাংলাদেশের মধ্যে উইকেটরকক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসাল।

সাইফউদ্দিনের তিন উইকেটঃ ওয়ানডে ক্যারিয়ারে প্রথম তিন উইকেট নিলেন সাইফউদ্দিন। এই নিয়ে পাঁচ ম্যাচে তার উইকেট দাঁড়ালো ৪টি।

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের টানা ১২ ম্যাচে জয়ঃ জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১২ ম্যাচ জিতলো বাংলাদেশ। একটানা একটি দলের বিপক্ষে টাইগারদের বিরাট কৃত্তি এটি। জিম্বাবুয়ে ছাড়া আর কোন দলের বিপক্ষে এত জয় নেই বাংলাদেশের।

ইমরুলের ১০ রানের কান্নাঃ আট বছর পর মিরপুরে তৃতীয় সেঞ্চুরি করেছিলেন ইমরুল কায়েস। সেই সেঞ্চুরির রেশ কাটতে না কাটতে আজ চট্টগ্রামে সেঞ্চুরির দ্বার প্রান্তে গিয়ে আউট হয়েছেন তিনি। মাত্র ১০ রানের জন্য তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি মিস হয়।

 

 

 

Bootstrap Image Preview