Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়ের পথে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৯:২৪ PM আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৯:২৪ PM

bdmorning Image Preview


২৭২ রানের চাপটা জিম্বাবুয়ের জন্য একটু বেশিই। টাইগারদের দেওয়া এই বিশাল রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিলো জিম্বাবুয়ে।
রীতিমত তবে সেটি বেশিক্ষন ধরে রাখতে পারেনি। রীতিমত টাইগারদের উইকেট পাওয়ার হতাশায় ভুগাতে থাকে। তবে সেটি বেশিক্ষনের জন্য পারেননি।
৮ ওভারের মাথায় সিফাসের উইকেট উড়িয়ে দেন মুস্তাফিজ। বিগ হিটার এই ব্যাটসম্যানের বিদায়ে টাইগার শিবিরে একটু সস্তি ফিরে আসে। এরপর ১১ ওভারে দ্বিতীয়ত উইকেট নেন অপু। টেইলরকে বোল্ড আউট করে জিম্বাবুয়েকে চাপে ফেলিয়েদেন।
উইকেটের চাপ কাটিয়ে উঠতে না উঠতে আবার উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। ১২ ওভারের মাথায় মাসাকাজাকে রান আউটের ফাদে ফেলান ইমরুল কায়েস।
তিন উইকেট হারানোর পর সিকেন্দার রাজা ও এরভিন প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কিন্তু সেই পথে বাধা হয়ে দাড়ান অপু। ৭ রানে রাজাকে বোল্ড আউট করে পাটিয়ে দেন সাজ ঘরে।দলীয় শত রানের আগে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।
ম্যাচ তখন টাইগার বোলারদের নিয়ন্ত্রনে চলে যায়। ৩৭ ওভারের মাথায় জিম্বাবুয়ের ৭ উইকেট ফেলিয়ে দেয় মাশরাফিরা।



Bootstrap Image Preview