Bootstrap Image Preview
ঢাকা, ৩০ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাবা ইমরুলের বিরাট সেঞ্চুরি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ০৫:৪৮ PM আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ০৫:৪৮ PM

bdmorning Image Preview


জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে মাশরাফিরা।
প্রথমে টসে জিতে ব্যাটিং করতে নেমেছে টাইগাররা।
এশিয়া কাপের পর ব্যাটিংয়ে দাপট দেখিয়ে দুর্দান্ত সেঞ্চুরি করলেন ইমরুল কায়েস। ওয়ানডে ক্রিকেটে এটি তার তৃতীয় সেঞ্চুরি। অবশ্য এই সেঞ্চুরি ইমরুল তার একমাত্র সন্তানকে উৎসর্গ করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪৪ ওভারে ৬ উইকেটে ২০১১ রান।

এই দিন ওপেনিংয়ের শুরুটা ভাল করতে পারেনি এশিয়া কাপের ফাইনাল ম্যাচের হিরো লিটন দাস।মাত্র ৪ রান করে ক্যাচ আউট হয়ে ফিরে সাজ ঘরে। শুরুতেই লিটনকে হারিয়ে চাপে পড়েন ইমরুল কায়েস।
এরপর ইমরুলের সাথে জুটি বাধার জন্য উইকেটে আসেন নবাগত ফজলে রাব্বি। কিন্তু রাব্বি সবাইকে হতাশ করে শূন্য করে ফিরে যান সাজ ঘরে।
রাব্বি আর লিটন যখন রানের খাতা বা খুলেই বিদায় নিলেন তখন উইকেটে আসেন মুশফিক।
ইমরুলের সাথে নতুন করে জুটি গড়ার লক্ষে ব্যাটিং করতে থাকেন। এই দুই জুটিতে ব্যাটিং চাপ কাটিয়ে উঠতে থাকে টাইগাররা। কিন্তু বেশিক্ষন সেই জুটি উইকেটে দাড়াতে পারলো না। মাভুতার বলে ক্যাচ আউটের ফাদে পড়েন মুশফিক ব্যাট হাতে তিনি ১৫ রান করে।

মুশফিকের বিদায়ের পর টাইগারদের ব্যাটিংয়ের চাপটা বেড়ে যায়। এরপর মিথুনকে নিয়ে এগিয়ে যেতে থাকেন ইমরুল। এই দুই জুটিতে ব্যাটিংয়ে দারুণ ছন্দে ফেরে টাইগাররা। মিথুনের চার ছক্কায় গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই দুই জুটি মিলে ৭১ রানের জুটি গড়েন।

কিন্তু এরপর টাইগার শিবিরে আঘাত হানে জিম্বাবুয়ে পেসার জার্ভিস। মিথুন আলীকে ৩৭ রানে ক্যাচ আউট করে থামিয়ে দেন টাইগারদের রানের চাকা। সেই ওভারেই মাহমুদউল্লাহকে শূন্য রানে আউট করে টাইগারদের ব্যাটিংয়ে ধংস নামিয়ে যেন।


Bootstrap Image Preview