Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৮, ১২:৫৮ PM আপডেট: ২১ অক্টোবর ২০১৮, ১২:৫৮ PM

bdmorning Image Preview


তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পুরো সিরিজ জুরেই তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ দল। সিনিয়র এই দুই ক্রিকেটাররে অনুপস্থিতে একাদশে অভিষেক হতে পারে অলরাউন্ডার ফজলে রাব্বির।

এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলা দলটিই বেশির ভাগ ক্রিকেটারেই আজ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম একাদশে খেলার সম্ভাবনা রয়েছে। তবে মিরপুরের পিচের কথা মাথায় রেখে একাদশে দু-একটি পরিবর্তন আসতে পারে। 

যতটুকু জানা গেছে মিরপুরের পিচে আজ স্পিন সহায়ক হবে। তাই এশিয়া কাপে ভালো পারফর্ম করা মিরাজের সঙ্গে থাকতে পারেন নাজমূল ইসলাম অপু। 

একিদে পেস ডিপার্টমেন্টে মাশরাফি ও মুস্তাফিজের সঙ্গে তৃতীয় পেসার অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন সাইফউদ্দীন।কারণ জ্বরের কারণে আজ একাদশের বাইরে থাকতে পারেন রুবেলে হোসেন। যদিও শনিবার দলের সঙ্গে প্রথম বারের মতো অনুশীলন করেছিলেন তিনি। তবে আজ ম্যাচে আগে ফিটনেস পরীক্ষা উৎরাতে হবে। 

রুবলে না খেলতে পারলে তার জায়গায় খেলার বেশি সম্ভবনা সাইফের। কারণ সাম্প্রতিক সময়ে ‘এ’ দলের হয়ে আয়ারল্যান্ড সফর ও জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নিয়ে বল হাতে সফল ছিলেন। নিয়েছিলেন ৩টি উইকেট।

এই তো গেলো বোলিং ডিপার্টমেন্টে। এবার আসা যাক ব্যাটিং ডিপার্টমেন্টে। একাদশে ওপেনিংয়ে লিটনের সঙ্গী কে হবে ?  এক্ষেত্রে বাকিদের থেকে কিছূটা এগিয়ে আছেন শান্ত। কারণ দুবােইয়ে এশিয়া কাপে (৬, ৭, ৭) খারাপ খেললেও দেশে ফিরেই জাতীয় লিগে খেলেছেন ১৭২ রানের ইনিংস। শান্তর সাথে প্রতিদ্বন্ধিতায় আছে ইমরুল কায়েস। 

তিন নাম্বারে স্থানে আজ অভিষেক হওয়ার সম্ভাবনা উজ্জ্বল ফজলে রাব্বির। ক্রিজে স্থায়ী হয়ে বড় শর্ট খেলার পারদর্শী স্পিন বোলিং করে থাকেন। যা বাড়তে যোগ্যতা হতে পারে আজকের পিচে। তবে তিনি না খেললে তৃতীয় ব্যাটনম্যান হিসেবে খেলতে পারেন কায়েস।

এরপর চার অটো চয়েজ মুশফিক ও  পাঁচ নাম্বরে এশিয়া কাপে দুইটি অর্ধশত রানের ইনিংস খেলা মিঠুন আলী এক রকম নিশ্চিত। ছয় নাম্বারে অটো চয়েজ হিসেবে থাকবেন মাহমুদুল্লাহ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন, ইমরুল/শান্ত, ফজলে রাব্বি, মুশফিক, মাহমুদউল্লাহ, মিঠুন, মিরাজ, নাজমুল অপু, সাইফউদ্দিন, মাশরাফি, মুস্তাফিজ।

  

Bootstrap Image Preview