Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিটাগংয়ের আইকন মুশফিক !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ১২:০২ PM আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ১২:০২ PM

bdmorning Image Preview


আসন্ন বিপিএল ষষ্ঠ আসরের ৭ জন আইকন ক্রিকেটারদের মধ্যে েএকজন মুশফিকুর রহিম। একটি দলে দুই জন আইকন ক্রিকেটার রাখা যাবে না তাই মুশফিককে ছেড়ে দিয়েছে রাজশাহী। তবে মুশফিককে আইকন হিসেবে বেঁছে নিতে পারে শুরুতে বিপিএলে অংশ নিতে অস্বীকৃতি জানানো চিটাগং ভাইকিংস। 

বিপিএল ষষ্ঠ আসরে আইকন হিসেবে ৭ জন ক্রিকেটারকে নির্বাচন করা হয়। যেখানে এবারই প্রথম আইকন নির্বাচীত হল মুস্তাফিজুর রহমান। কিন্তু বিপত্তী বাঁধে বিপিএলে চিটাগংয়ের অংশ নেওয়া নিয়ে। এদিকে এর মধ্যেই বাকি ৬টি দল তাদের আইকন নির্বাচন প্রক্রিয়া শেষ করে ফেলে। রাজশাহী মুস্তাফিজকে আইকন নির্বাচন করায় বাধ্য হয়েই ছেড়ে দিতে হয় মুশফিককে। এখন আইকন নির্বাচক করতে শুধু চিটাগং ফ্রাঞ্চাইজি বাকি আছে।

সোমবার এ বিষয়ে জালাল ইউনুস জানালেন, 'আপনারা জানেন বেশির ভাগ আইকনকে সব ফ্র্যাঞ্চাইজি নিয়ে ফেলেছে।চিটাগং ভাইকিংস কাউকে নেয়নি। চিটাগংয়ে খেলার একটা সুযোগ আছে তাঁর। যদ্দূর জানি চিটাগং চেষ্টা করছে মুশফিকের সঙ্গে যোগাযোগ করতে। তারা আগ্রহী তাঁকে পেতে।

মুস্তাফিজের মতো এবারই প্রথম আইকন প্লেয়ার হয়েছেন জাতীয় দলের ওপেনার লিটন দাস। তাকে নিয়েছে সিলেট সিক্সার্স। এছাড়া মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ আগের দলেই থাকছেন।

Bootstrap Image Preview