Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হংকংয়ের তিন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ১১:৩৫ AM আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ১১:৩৫ AM

bdmorning Image Preview


সদ্য সমাপ্ত এশিয়া কাপে খেলে এসেছেন হংকংয়ের নাদিম আহমেদ। ভারতের বিরুদ্ধেও নেমেছিলেন এই বাঁ হাতি স্পিনার। অথচ সোমবার তাঁরই বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ দায়ের করল আইসিসি। 

নাদিমের পাশাপাশি আরও দুই হংকং ক্রিকেটারের বিরুদ্ধে উঠল ম্যাচ গড়াপেটার অভিযোগ। নাদিমের ভাই ইরফান আহমেদ ও হাসিব আমজাদ রয়েছেন অভিযুক্তের তালিকায়। তিন ক্রিকেটারই পাকিস্তান বংশোদ্ভূত। তবে এশিয়া কাপে নয়, ২০১৪ ও ২০১৬ সালের বেশ কয়েকটি ম্যাচ গড়াপেটা করার অভিযোগ এনেছে তিন জনের বিরুদ্ধে। 

আইসিসি জানিয়েছে, তিন জনই ২০১৪ সালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন। এর মধ্যে ইরফান ও নাদিম ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পাতানোয়ও যুক্ত ছিলেন। ইরফান চট্টগ্রামে অনুষ্ঠিত ২০১৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপের ওয়ার্ম আপ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ পাতানোয় জড়িত ছিলেন। সবমিলিয়ে ইরফানের বিপক্ষে ৯টি ও নাদিম ও আমজাদের বিপক্ষে ৫টি করে ম্যাচ পাতানোর অভিযোগ এসেছে।

দু’বছর আগেই গড়াপেটার অভিযোগে নির্বাসিত হয়েছেন ইরফান। জ়িম্বাবোয়ের বিরুদ্ধে ২০১৪ সালের একটি ম্যাচে ঘুষ নেওয়ারও অভিযোগ রয়েছে ইরফানের বিরুদ্ধে।মোট পাঁচটি ধারায় অভিযুক্ত হয়েছেন ইরফান, নাদিম ও হাসিব। ৮ অক্টোবর থেকে আগামী দু’সপ্তাহের মধ্যে নাদিম ও হাসিবকে উত্তর দিতে বলেছে আইসিসি।

Bootstrap Image Preview