Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারো শঙ্কার মধ্যে বিপিএলের ষষ্ঠ আসর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:৪১ AM আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ০৯:৪১ AM

bdmorning Image Preview


ষষ্ঠ বিপিএল আয়োজন নিয়ে আবারো অনিশ্চিয়তা দেখা দিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের কারণে বিপিএলের সময় সূচি পিছিয়ে ৫ জানুযারি ঠিক করা হলেও এই সময়ে আসর শুরু হওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। সোমবার বিসিসি প্রধান নাজমুল হাসান পাপনের কথায় সেটিরই আভাস পাওয়া গেলো। 

বিপিএল এর নতুন তারিখ ঘোষণার পর সে অনুয়ায়ী প্রস্তুতি শুরু করে দিয়ে ছিল ফ্রাঞ্চাইজি গুলো।সে অনুযায়ী দলে চার জন প্লোয়ার ধরে রাখার পর  চলতি মাসের শেষেই অনুষ্ঠিত হবার কথা প্লেয়ার্স ড্রাফট। কিন্তু জাতীয় নির্বাচনের এখনো সুনিদিষ্ট কোনো দিন ঠিক হওয়ার এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে বিপিএল।

 

এ নিয়ে বিপিএল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আজ সোমবার গণমাধ্যমকে বলেন, ডিসেম্বরের কোনও এক সময় যদি জাতীয় নির্বাচন সম্পন্ন হয়ে যায় তবে বিপিএল ঠিক সময়েই অনুষ্ঠিত হবে। হয়তো এক বা দুই দিন আগে পরে হবে।

এদিকে চলতি বছরের বাকি অংশে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ সফরে আসবে। এরপর আগামী বছরে ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। তাই হাতে শুধু জানুয়ারি মাসটাই আছে।

তিনি আরো বলেন, আমরা আসন্ন বিপিএলের সময় জানিয়ে দিয়েছি ফ্রাঞ্চাইজিদের। তারা সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। দেশি-বিদেশি খেলোয়াড়দের সঙ্গেও অনেকে কথা বলে নিচ্ছে। শেষ মুহূর্তে যদি সব উল্টে যায় তবে ঝামেলায় পড়তে হবে। আমরা আপাতত ঘোষিত সময় ধরেই এগোচ্ছি।

এদিকে বিসিবির প্রভাবশালী এক কর্তা বলেন, ‘এখনো পর্যন্ত সরকারি কোনো ঘোষণা হয়নি যে কবে নির্বাচন হবে। যদি নির্বাচনের তারিখ পিছিয়ে যায় সে অনুযায়ী আমরাও বিপিএলে তারিখ ঘোষণা করব।’

 

Bootstrap Image Preview