Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শঙ্কার মধ্যে পড়ে গেলো বিশ্বকাপে সাকিবের অংশগ্রহণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০২:৫১ PM আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০২:৫১ PM

bdmorning Image Preview


আঙুলে ইনফেকশনের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাকিব আল হাসান। সেখানে একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাতকারে তিনি যা বলছেন, তাতে ২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে তার অংশ গ্রহণ নিয়েই শঙ্কা দেখা দিযেছে।

ব্যাথায় কাতর হয়ে এশিয়া কাপের মধ্যেই দেশে ফিরে আসেন সাকিব। সংক্রমণ ধরা পড়ার পর বের করে ফেলা হয় পুঁজ। এরপর জানা যায় সংক্রমণ  পুরোপুরি দূর হওয়ার পরই করা হবে অপারেশন। সংক্রমণের দূর হতে কত সময় লাগতে পারে আর কবে নাগাদই বা অপারেশন করা যাবে সেসব বিষয়ে জানতে শুক্রবার অস্ট্রেলিয়ায় ডা. গ্রেগের শরণাপন্ন হয়েছিলেন সাকিব।

বিশেষঙ্গ  গ্রেগের তত্ত্বাবধানে ৭২ ঘণ্টা কাটিয়ে দেওয়ার পর জানা গেছে আরো আরো ৮ দিন অস্ট্রেলিয়াতেই থাকতে হবে সাকিবকে। সংক্রমণ পুরোপুরি সারতে এখনো ‘দেড়-দুই মাস মেডিসিন চালিয়ে যেতে হবে। এরপর হাতের অবস্থা ভালোভাবে যাচাই করেই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হবে।

ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাতকারে সাকিব বলেন, ‘ইনফেকশন পুরোপুরি সেরা ওঠা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আগামী দেড়-দুই মাস ওষুধ চলবে। এরপর আরও দুইমাস দেখতে হবে হাতের ক্ষত ঠিক হয় কিনা। আমাকে ম্যাচ খেলেও দেখতে হবে ইনফেকশন বাড়ে কিনা। যখন সব পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে যে আর কোন ইনফেকশন নেই বা ফিরেও আসবে না তখনই কেবল সার্জারি করানো হবে। সব মিলিয়ে ৬ মাস থেকে এক বছর লাগবে সেরে উঠতে। ডাক্তারও একই কথা বলেছে।’

এদিকে অস্ত্রোপচার ছাড়াই এই ইনজুরি সেরে উঠার একটা কথা শোনা যাচ্ছিল। সেটা হবে কিনা, জানা যাবে আরও তিন মাস পর। তবে এই ধরনের ইনজুরি অস্ত্রোপচার ছাড়া সেরে উঠার সম্ভাবনা সাকিব নিজেও খুব বেশি দেখছেন না।

অন্যদিকে আগামী বছর ইংল্যান্ড বিশ্বকাপে ২ জুন বাংলাদেশের প্রথম ম্যাচ।হাতে আছে আর মাত্র ৮ মাস। যদি ছয় মাস পর সাকিবের হাতে অস্ত্রোপচার হয় তাহলে তা থেকে সেরে উঠতে লাগবে আরও ছয় থেকে আট সপ্তাহ। ম্যাচ ফিটনেস ফিরে পেতে লাগতে পারে আরও সময়। তাই এখনই অনেকটা শঙ্কার মধ্যেই পরে গেল ইংল্যান্ড বিশ্বকাপে সাকিবের অংশগ্রহণ।

Bootstrap Image Preview