Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাসেল-ব্রাভো-পোলার্ড ফিরলেও অবহেলিতই থাকলেন নারিন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ০২:০২ PM আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ০২:০২ PM

bdmorning Image Preview


ভারতের ঘরের মাটিতে টেস্ট সিরিজে অনিভিজ্ঞ দল নিয়ে নাকানি চুবানি খাচ্ছে ওয়েষ্ট ইন্ডিজ দল। প্রথম টেস্টে শেষ হয়েছে মাত্র তিন দিনেই। তবে সীমিত ওভারের ক্রিকেটেও অভিজ্ঞ ক্রিকেটারদের বাইরে রেখেই দল ঘোষণা করল ওয়েষ্ট ইন্ডিজ বোর্ড। 

ক্যারিয়ানদের ঘোষিত ওয়ানডে দলে জায়গা হয়নি সুনিল নারাইন ও আন্ডু রাসেলের। বোর্ড জানিয়েছে ইনজুরির কারণে ৫০ ওভারের ক্রিকেটের দলে রাখা হয়নি রাসেলকে।  তবে দু’টি দলেই সুনীল নারিনের জায়গা না হওয়ায় তাঁর বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে সংশয় তৈরি হল নিশ্চিত৷

অন্যদিকে টি-টোয়েন্টি দলে দীর্ঘ এক বছর পর ফিরেছেন কাইরোন পোলার্ড। আর দুই বছর পর ওয়েষ্ট ইন্ডিজ দলে টি-টোয়েন্টি দলের ফিরেছেন ড্যারেন ব্রাভো।আগামী বছর বিশ্বকাপকে কেন্দ্র করে  বড় প্রোফাইলের এই দুই তারকাদের আবারো দলে সুযোগ দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।

এদিকে আগেই থেকেই ভারত সফর থেকে নিজেকে দূরে রেখেছেন ক্রিস গেইল। থাকছেন না বাংলাধেম সফরেও। এ সময়টাতে তিনি আফগানিস্তান প্রিমিয়ার লিগ ও টি-টেন লিগ খেলবেন। তবে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী বছরের ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরবেন তিনি। এমনটাই জানিয়েছে সিডব্লিউআই।

উইন্ডিজ টি-টোয়েন্টি দল:

কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, সিমরন হেটমায়ের, এভিন লুইস, ওবেড ম্যাককয়, খারি পিয়েরি, কাইরন পোলার্ড, রভম্যান পুয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, সিরফান রাদাফোর্ড, ওশানে থমাস।

উইন্ডিজ ওয়ানডে দল: জেসন হোল্ডার (ক্যাপ্টেন), ফ্যাবিয়ান অ্যালেন, সুনীল অ্যাম্ব্রিস, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, অ্যাশলে নার্স, কীমো পল, রোভম্যান পাওয়েল, কোমার রোচ, মারলন স্যামুয়েলস, ওশান থমাস৷

Bootstrap Image Preview