Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাফিজ-ইমামে প্রথম দিনটা পাকিস্তানের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০১৮, ১১:১৩ AM আপডেট: ০৮ অক্টোবর ২০১৮, ১১:১৩ AM

bdmorning Image Preview


এশিয়া কাপের হার ভুলে লড়াইয়ে ফিরল পাকিস্তান৷ এবার দুবাইয়ের মাটিতে ব্যাটিং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াল সরফরাজ অ্যান্ড কোং৷ ব্যাটিংয়ের গলদের জন্য এশিয়া কাপে ভুগতে হয়েছিল৷ সেই ব্যাটিংই এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শক্তি পাকিস্তানের৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে সরফরাজদের স্কোরবোর্ডে তিন উইকেট খুইয়ে ২৫৫ রান৷হ্যারিস সোহেল ৫৩ বলে ১৫ ও আব্বাস ১৩ বলে ১ রানে অপরাজিত আছেন। অধিনায়কের ব্যাটিংয়ের সিদ্ধান্তকে যোগ্য সম্মান দিয়েছে পাকিম্তান টপ অর্ডার৷

দুবাইয়ের উইকেটে অজি পেসারদের কেরামতি এদিন কাজে আসেনি৷ উল্টে গোটা দিন ধরে স্টার্ক, হল্যান্ডের উপর ছড়ি ঘুরিয়ে গেলেন ইমামরা৷ অসিজের হয়ে একটি করে উইকেট পেয়েছেন জন হল্যান্ড, পিটার সিডল ও নাথান লায়ন।

 

রবিবার ইমাম-হাফিজের ওপেনিং পার্টনারশিপে ওঠে ২০৫ রান৷ পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে এদিন ভরসা দিলেন ইনজামাম- উল-হকের ভাইপো ইমাম৷ ৭৬ রানে এদিন আউট না হলে অনায়াসেই টেস্টের প্রথম শতরানটি করে ফেলতেন৷ ইনিংস সাজানো ৭টি চার ও ২টি ছয়ের সাহায্যে৷

অন্য দিকে দীর্ঘ দিন পর দলে ফিরেই সেঞ্চুির করেছেন মোহাম্মদ হাফিজ। ২০৮ বলে ১২৬ রান করেন তিনি।তার ইনিংসে রয়েছে ১৫টি চার৷দু’বছর পর দেশের জার্সি গায়ে চাপিয়ে পিটার সিডল হাফিজের মূল্যবান উইকেট তুলে নেন৷২০৮ বলে ১২৬ রান করেন হাফিজ। শেষবার ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন সিডল৷

টেস্টের দ্বিতীয় দিনে আজ বাংলাদেশ সময় দুপুর ১২ টায় মাঠে নামবে পাকিস্তান।খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি ইএসপিএন ও টেন ক্রিকেট।

Bootstrap Image Preview