Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইনজুরিতে টাইগার দলের ১৩-১৪ জন খেলোয়াড়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ০৬:০৮ PM আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ০৬:০৮ PM

bdmorning Image Preview


চলতি মাসেই টাইগারেদের জিম্বাবুয়ে সিরিজ।আসন্ন এই সিরিজের আগে টাইগার বাহিনীতে চলছে ইনজুরির মিছিল।সব মিলিয়ে ১৩-১৪ জন ক্রিকেটার ইনজুরিতে পড়েছেন।এক সাথে এতো জন খেলোয়াড়ের ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় বিসিবি।

খেলোয়াড়দের ইনজুরি নিয়ে বিসিবি' ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান জানান, সব মিলিয়ে ১৩ থেকে ১৪ জন ক্রিকেটারের ইনজুরিতে চিন্তিত ক্রিকেট বোর্ড তবে তিনি বিশ্বাস করেন, সাকিব -তামিমরা লড়াই করে আবারো ফিরে আসবেন স্বাভাবিক ক্রিকেটে

তিনি আরও বলেন,শুধু সাকিব নন ইনজুরিতে তামিমও অতটা বড় না হলেও আক্রান্ত মাশরাফী মুশফিক

আরো বড় দু:সংবাদ দিলেন আকরাম খান জানালেন, ইনজুরিতে পড়েছেন সব মিলিয়ে ১৩-১৪ জন ক্রিকেটার যা ভাবনায় ফেলেছে বোর্ডকেজিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তরুণদের উপর আস্থা রাখার কোনো বিকল্প নেই

এদিকে তামিম মুশফিকের পূর্নবাসন শুরু হয়ে গিয়েছে।জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকলেও শেষের দিকে তাদের পেতে পারে দল।

তবে আকরাম খান বলছেন ইনজুরি আক্রান্তদের খেলার ব্যাপারে সাবধানে পথ চলবেন তারাযাতে এই ধরনের পরিস্থিতে সামনে আর না পড়তে হয়।

Bootstrap Image Preview