Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইসিসির নতুন নিয়মে চটেছেন কোহিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০১৮, ১১:১৯ AM আপডেট: ০৭ অক্টোবর ২০১৮, ১১:১৯ AM

bdmorning Image Preview


জলপান বিরতি বিষয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নতুন বিধি আরোপ নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন বিরাট কোহলি। সম্প্রতি ক্রিকেট ম্যাচে জলপানের বিরতিতে রাশ টেনেছে আইসিসি। ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নয়া নিয়মানুযায়ী কেবল উইকেট পতন হলে আর দুটি ওভারে মাঝ খানের সময়ে জলপান করতে পারবেন ক্রিকেটাররা। এর বাইরে সারা ম্যাচে জলপানের জন্য আম্পায়ারদের অনুমতি নিতে হবে ক্রিকেটারদের। অনুমোদন চূড়ান্ত হলে তবেই জলপানের ছাড়পত্র পাবেন ক্রিকেটাররা। 

শনিবার রাজকোটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট জেতার পরে এই নতুন নিয়মের বিরুদ্ধে সরব হলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। তাঁর দাবি, তীব্র গরমে জলপানের বিরতি আরও বাড়ানো উচিত। 

রাজকোটে টেস্টের তিন দিনই প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস গরম ছিল। যার মধ্যে ছটফট করেছেন দুই দলের ক্রিকেটাররাই। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বেশি ছটফট করেছেন এই অনভ্যস্ত আবহাওয়ায়। বারবার তাঁরা জলপানের বিরতির জন্য আম্পায়ারের কাছে অনুরোধ করেন। কিন্তু নতুন নিয়মের দোহাই দিয়ে সেই অনুরোধ রাখতে পারেননি আম্পায়াররা। 

আইসিসি-র নতুন নিয়মে ১১.৮ ধারায় বলা রয়েছে, আউট হওয়ার পরে অথবা দুই ওভারের মধ্যে যে সময়, সেই সময়ে ক্রিকেটাররা বাইরে থেকে জল আনিয়ে খেতে পারেন। এ ছাড়া জলপানের বিরতির জন্য কোনও নির্দিষ্ট সময় রাখা নেই। ওভার রেট ঠিক নিয়ন্ত্রণে রাখার জন্য নাকি এই নতুন নিয়ম। কিন্তু বিরাট বলেন, ‘‘এই টেস্টে ওভার রেট ঠিক রয়েছে জল খাওয়ার বিরতির নতুন নিয়মের জন্য। এই নিয়মে ক্রিকেটারদের মাঠে বেশি জল খাওয়া চলবে না। কিন্তু এই নিয়মটা পরিবেশ অনুযায়ী বিবেচনা করে দেখা উচিত।’’ 

বাস্তব সমস্যা হল দুই ওভারের মাঝখানে সময় এতই কম থাকে যে ওই সীমিত সময়ের মধ্যে বাইরে থেকে জল আনিয়ে খাওয়া প্রায় অসম্ভব। আর বড় পার্টনারশিপ হলে ফিল্ডিং দলের ক্রিকেটারদের পক্ষে বেশি জল খাওয়ারও উপায় নেই। এই সমস্যা থেকে বাঁচতে টেস্টের প্রথম দিন পকেটে জলের বোতল নিয়ে ব্যাট করতে নেমেছিলেন চেতেশ্বর পূজারা। 

কোহালি বলেন, ‘‘এই নিয়ম বদলের জন্য ছেলেরা খুব কষ্ট পেয়েছে। এই তুমুল গরমে ব্যাটিং বা ফিল্ডিং করার সময় টানা ৪০-৪৫ মিনিট জল না খেয়ে থাকাটা বেশ কষ্টসাপেক্ষ। নিশ্চয়ই এই ব্যাপারটা ভেবে দেখা হবে।’’ 

চূড়ান্ত দল বাছাইয়ের সময়ও এই গরম ও নতুন নিয়মের কথা মাথায় রাখা হয়েছিল বলে জানান কোহালি। যার ফলে একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। এই প্রসঙ্গে বিরাট বলেন, ‘‘পরিবেশের কথা ভেবেই আমাদের একজন বাড়তি বোলার নিতে হয়েছে। কারণ, এই গরমে চারজন বোলার খেলালে হিমশিম খেত। বোলারদের একটু বেশি বিশ্রাম দেওয়ার জন্য পাঁচ বোলার নেওয়া হয়েছিল দলে।’’ তবে এই টেস্টে ভারতীয় বোলারদের যে দুই ইনিংস মিলিয়ে টানা ৯৮.৫ ওভারের বেশি বল করতে হয়নি, এটা তাঁদের পক্ষে ভাল হয়েছে। 

Bootstrap Image Preview