Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার ক্যারিবিয়ানদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন লুইস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ অক্টোবর ২০১৮, ০১:৪৪ PM আপডেট: ০২ অক্টোবর ২০১৮, ০১:৪৪ PM

bdmorning Image Preview


সোমবার কেন্দ্রীয় চুক্তিভুক্ত কিকেটারদের নতুন তালিকা প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সবাইকে অবাক করে এই তালিকা থেকে এবার নবাদ পড়েছেন ক্যারিবিয়ান মারকুটে ব্যাটসম্যান এভিন লুইস।

সারা বছরই বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের  নানামুখী দ্বন্দ্বে নতুন কিছু না। যেই দ্বন্দ্বে এ্রর মধ্যেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো এবং সুনিল নারিনের মতো বড় খেলোয়াড়রা। এবার ২০১৮-১৯ মৌসুমের জন্য তাদের সঙ্গে যুক্ত হলেন লুইস।

বোর্ডের নতুন তালিকায় সব ফরম্যাটের চুক্তিতে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার, ব্যাটসম্যান শাই হোপ, পেসার কেমার রোচ এবং আলজেরি জোসেফ। লাল বলের চুক্তিতে আটজন খেলোয়াড় রয়েছেন। আর সাদা বলে চুক্তি ধরে রেখেছেন কেবল কার্লোস ব্রেথওয়েট, অ্যাশলে নার্স ও রভম্যান পাওয়েল।

অন্যদিকে দেশের হয়ে বরাবরিই ভালো পারফরম্যান্স করে থাকেন লুইস। টি-টুয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৫৭.৪৪। এছাড়া দেশের হয়ে ঘরোয়া লিগ গুলোতেও লুইসের আধিপত্ত আছে। কিন্তু এ সবের তোয়াক্কা না করেই কেন্দ্রীয় চুক্তি থেকে লুইসের নাম ছেটে ফেলল ক্যারিবিয়ান বোর্ড। 

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় এখন গেইল, পোলার্ডের মতো সারা বছর বিদেশি ফ্রাঞ্চাইজি লিগ গুলোতে খেলতে লুইসের সামনে আর কোনো বাঁধা থাকল না। ঘরোয়া ফ্রাঞ্চাইজি লিগ গুলোর সবচেয়ে জনপ্রিয় আসর অাইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলে থাকেন লুইস।

Bootstrap Image Preview