Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

“আয়োজক হিসেবে বাড়তি সুযোগ-সুবিধা নিতেই পারে”

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০১:০২ PM আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ০৩:২৮ PM

bdmorning Image Preview


এশিয়া কাপের মিশন শেষ আজ শনিবার রাতে দেশে ফিরেছেন টাইগাররা। বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে। বিমান থেকে নামার পর অধিনায়ক মাশরাফি ও হেড কোচ স্টিভ রোডস সাংবাদিকেদের সঙ্গে কথা বলেছেন।

টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ছিটকে যায় তামিম ইকবাল। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে ইনজুরির কারণে বাদ পড়েন সাকিব আল হাসানও। দুই গুরুত্বপূর্ণ সদস্য ছাড়াই লড়াই করতে হয় মাশরাফিরা বিন মুর্তজার দলকে। দেশে ফিরে অধিনায়ক বললেন, সাকিব-তামিম ছাড়া দল যেভাবে খেলেছে তা সত্যিই প্রশংসনীয়।

এশিয়া কাপের ১৪তম আসরে বাড়তি সুবিধা নিয়েছে ভারত এমন প্রশ্ন করলে মাশরাফি বলেন, এশিয়া কাপের এবারের আয়োজক ছিল ভারতই। আয়োজক হিসেবে বাড়তি সুযোগ-সুবিধা নিতেই পাড়ে।

স্কোয়াডের বেশ কয়েকজন সদস্য রোববার বিশ্রাম নিয়ে সোমবারই নেমে পড়বেন মাঠে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ। যেখানে জাতীয় দলের একাধিক ক্রিকেটার লিগের শুরু থেকেই অংশ নেবেন।

Bootstrap Image Preview