Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশে ফিরে লিটনের আউট নিয়ে মুখ খুললেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৫ PM আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১২:৩৯ PM

bdmorning Image Preview


এশিয়া কাপে দুবাই সফর শেষ করে শনিবার রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফাইনালে ভারতের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করলেও শিরোপা না জেতার আক্ষেপ নিয়েই দেশে ফিরতে হয়েছে। দেশে ফেরার পর তিনি সাংবাদিকদের সঙ্গে এশিয়া কাপে দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন।

ফাইনালের গুরুত্বপূর্ণ সময়ে ওপেনার লিটন দাস আউট হয়েছিলেন। থার্ড আম্পায়ার রড টাকারের সিদ্ধান্তটি নিয়ে শুরু হয় বিতর্ক। লিটকে আউট দেওয়ার সিদ্ধান্ত পক্ষপাতিত্ব মূলক ছিল নাকি সেটি নিয়েও কথা বলেছেন মাশরাফি।

লিটনের আউট নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে মাশরাফি বলেন, এটা খুবই ক্লোজ ডিসিশন ছিল। আমি বলতে পারছি না, এটা আউট নাকি নট আউট ছিল। সিদ্ধান্তটা খুবই কঠিন ছিল। ম্যাচ শেষে ম্যাচ রেফারির সাথে কথা বলেছি আমি। তিনি বলেছেন, চার জন আম্পায়ারই নিশ্চিত ছিল, দাগের ভেতরে কিছু ছিলনা। যদি পা দাগে থাকে তাহলে তুমি আউট। এটা বিতর্কিত ছিল। ক্রিকেটে এইসব মেনে নিতেই হবে এবং সামনে এগোতে হবে। সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ ছিল, আমাদের সেরা ব্যাটসম্যান ক্রিজে ছিল তখন। সে আউট হয়েছে, এতে আমি হতাশ। তবে সিদ্ধান্তটা কঠিন ছিল। ক্রিকেটে আপনি মেনে নিতে শিখেন, একদিন আপনার পক্ষে যাবে, আরেকদিন আপনার বিপক্ষে। সেদিন ফাইনাল ম্যাচে আমাদের হয়ে সেঞ্চুরি করা ব্যাটসম্যান আউট হয়েছে, বলতেই হয় সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গেছে।

একই প্রশ্নের জবাবে বাংলাদেশ কোচ স্টিভ রোডস বলেন, লিটন আউট হওয়াতে হতাশ হয়েছিলাম। ক্রিকেটে অনেক সময় সিদ্ধান্ত আপনার অনুকূলে আসে না। আবার অনেক সময় ভাগ্য আপনাকে সহায়তা করে।

Bootstrap Image Preview