Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এই প্রশ্নটা কোন অবস্থাতেই আসে না ওকে কেন নিচ্ছেন, একে কেন নিচ্ছেনঃ নান্নু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৭ PM আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৬:১৭ PM

bdmorning Image Preview


কাছে এসেও ধরা দিলো না সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ট্রফি।বার বার কাঁদিয়ে যাচ্ছে। কিন্তু কেন এমনটি হচ্ছে? কোথায় সমস্যা যার জন্য এতো কাছে গিয়েও হারাতে হচ্ছে।বাড়ছে কোন আন্তর্জাতিক ট্রফির পাওয়ার অপেক্ষা।

সদ্য শেষ হওয়া এশিয়া কাপ নিয়ে কথা বললেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।জানালেন অনেক কথা। জবাব দিলেন যারা টাইগারদের নিয়ে সমালোচনা করেন।

এশিয়া কাপের মাঝ পথে সৌম্য সরকার ইমরুল কায়েসকে হুঠকরে দলে নেওয়ায় চারিদিকে অনেক সমালোচনা হয়েছে।সেই সমালোচনার প্রসঙ্গে নান্নু বলেন,‘সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলার সময় আমরা, আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে মিস করেছিতো এই গুলো নিয়ে সমালোচনা যারা করে তাদের সমালোচনা কিন্তু চলতেই থাকবেকেউ পার্সনালি আমাকে পছন্দ করে না সমালোচনা করবে ইন্ড অফ দ্যা গেম পারফম্যান্স এটাও তো আপনাকে বিশ্বাস করতে হবে আপনি পারফম্যান্স না দেখে খেলোয়াড়ের সমালোচনা কি ভাবে করবেন আমাদের স্কোয়াডে ত্রিশ জনের খেলোয়াড় আছে এখান থেকে আমরা যাকে খুশি তাকে নিবআমরা তো ওদেরকে তৈরি করেছে জাতীয় দলে খেলার জন্য তো এখানে প্রশ্ন আসছে কোথা থেকেআমরা তো বাহিরে থেকে কোন খেলোয়াড় নিচ্ছি না এই প্রশ্নটা কোন অবস্থাতেই আসে না যে ওকে কেন নিচ্ছেন, একে কেন নিচ্ছেন’’

শুধু সৌম্য ইমরুল কায়েস নয়।সমালোচনা হয়েছে লিটনকে নিয়েও সেটার সোজা জবাব দিলেন এই সাবেক ক্রিকেটার,আসলে লিটনের উপর টিম ম্যানেজমেন্টের অনেক কনফিডেন্ট ছিলো মাঝ খানে ধারাবাহিক ছিলো না কিন্তু আমি কনফিডেন্ট তিনটা লেভেলেই যে টেকনিক আছে ভালো করারআশা করি সামনে আরো ভালো করবে

বার বার কোন আন্তর্জাতিক ট্রফির কাছে গিয়েও হারাতে হচ্ছে কিন্তু কেন এমনটি হচ্ছে? কোথায় সমস্যা ? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক আরও বলেন,এক বছরে আমরা দুইটা ফাইনাল খেলে ফেলেছি তো আমার মনে হয় যে খেলতে খেলতে একটা অভিজ্ঞতা হওয়া তো দুবাইতে মনে হচ্ছিলো ইন্ডিয়ার হোম গ্রাউন্ড খেলা হচ্ছে তো এক সময় দেখবেন যে বিশ্বকাপটা আমাদের হাতে তো আমি আশাবাদী প্লেয়াররা যথেষ্ঠ কনফিডেন্টে আছে এই ধারাবাহিকতা থাকলে ইনশান্নাহ আগামী বিশ্বকাপে একটা ভালো কিছু হবে

এক কথায় ভারতের বিপক্ষে হাডা-হাড্ডি লড়াই করে এশিয়া কাপের ট্রফি হারিয়েছে টাইগাররা। ভারত হাড়ে হাড়ে টের পেয়েছে টাইগারদের সাথে যুদ্ধ কতটা কঠিন।

Bootstrap Image Preview