Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ম্যাচ শেষে মাশরাফিদের নিয়ে যা বললেন রোহিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৩ PM আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


এশিয়া কাপের ১৪তম আসরের ফাইনাল ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। আর ভারতের কাছে হেরে তৃতীয়বারের মতো এশিয়া কাপ জেতার স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের। ভারতের বিপক্ষে ১২০ রানের ওপেনিং পার্টনারশিপের পর বাংলাদেশের ২২২ রানে অলআউট হয় বাংলাদেশ।

কিন্তু সহজ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় তুলে নিতে ভারতকে খেলতে হয়েছে শেষ ওভারের শেষ বল পর্যন্ত। তাই বাহ্বা টাইগারদেরই প্রাপ্য। আর তা মোটেও ভুল করলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। লাল-সবুজ জার্সিধারীদের প্রশংসার বৃষ্টিতে ভেজালেন তিনি।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, ‘বাংলাদেশ বেশ ভালো দল। মাশরাফি সবসময়ই সতেজ। তবে এ ধরনের ম্যাচ জিততে হলে দলের বাকি খেলোয়াড়দের পারফরম করতে হয়। যাহোক, তাদের কৃতিত্ব দিতেই হবে। সর্বোপরি, তারা দারুণ খেলেছে।’

গোটা টুর্নামেন্টে ভালো খেলেছে ভারত। শুরু থেকে শেষ পর্যন্ত বিজেতা তারা। রোহিত বলেন, ‘গোটা টুর্নামেন্টে আমরা ভালো খেলেছি। সেই পুরস্কারই পেলাম। আমরা শতভাগ পারফর করতে পেরেছি। এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে ভালো লাগে। প্রতিআক্রমণ সব সময়ই উপভোগ্য। ছেলেদের কৃতিত্ব দিতে হবে। তারা ভালো খেলেছে, টুর্নামেন্টে হ্যাপি এন্ডিং টেনেছে।’

Bootstrap Image Preview