Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমরা হৃদয় দিয়ে খেলেছি : মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:০২ AM আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:০২ AM

bdmorning Image Preview


গতরাতে ২৮ এর মারপ্যাঁচ ভেঙ্গে সপ্তমবারের মতো এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে ভারত। আর ষষ্ঠবারের মতো বৈশ্বিক কোনও টুর্নামেন্টের ফাইনালে ওঠেও শিরোপা ভঙ্গের যন্ত্রণা পেতে হলো বাংলাদেশের। এর মধ্যে এশিয়া কাপের ফাইনালই তিনবার।

শিরোপার এত কাছে এসেও শিরোপা না জেতার আক্ষেপ পুরিয়েছে পুরো বাঙালিকে। শেষ বলে ম্যাচে হারার প্রসেঙ্গ ম্যাচ শেষে পুরস্কার বিতরণি মঞ্চে মাশরাফি বললেন, ‘আমরা আমাদের হৃদয় দিয়ে খেলেছি। আমরা শেষ বল পর্যন্ত লড়াই করেছি।’ কিন্তু ব্যাটিং ও বোলিং দুই বিভাগের কিছু ভুল বাংলাদেশকে হতাশায় ডুবিয়েছে বলে মনে করেন মাশরাফি। বলেন- ‘আমরা ব্যাট এবং বল হাতে অনেক ভুল করেছি।’

ব্যাটিংয়ে স্কোরটা আরেকটু বড় না হওয়ার আসসোসের কথা সরাসরিই বলে দিলেন মাশরাফি। সঙ্গে অবশ্য টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত বোলিংয়ের প্রশংসা করতেও ভুললেন না তিনি। বলেন, ‘যদি আপনি আমাদের বোলিংয়ের দিকে তাকান, আমরা ২৪০ বা এর আশে পাশে রান করেও প্রত্যেকবার ম্যাচ জিতেছি। এই অবস্থায় আমরা ব্যাটসম্যানদের কাছে এমন কিছুই চেয়েছিলাম। কিন্তু দিন শেষে বোলাররা তাদের দায়িত্ব দারুণভাবে পালন করেছে।’

Bootstrap Image Preview