Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কঠিন লড়াই করে হারলো বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:০৯ AM আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৬ AM

bdmorning Image Preview


এশিয়া কাপের স্বপ্ন পূরন হলো না টাইগারদের। চোখের জলে এবারো ভেসে গেলো এশিয়া কাপের ট্রফি।হাডা-হাড্ডি লড়াইয়ে ভারতের কাছে ৩ উইকেটের হার মানতে হলো মাশরাফিদের।

টসে হেরে প্রথমে ব্যাটিং করে ৪৮ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ২২২ রান করে বাংলাদেশ। ২২৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ৩ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত।

মাশরাফিদের আফসোস আর কিছু রান করতে পারলে হয়তো এবারের এশিয়া কাপের ট্রফিটা বাড়ি নিয়ে আসতে পারতো। কিন্তু দুর্ভাগ্য ভাগ্য এবার্ও সহায় হলো না।

টাগারদের দেওয়া ২২২ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করে ভারতীয় দুই ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। সল্প পুঁজির এই টার্গেট যেন কিছুই ছিলো না ফর্মে থাকা ভারতের কাছে। কোন চাপ ছাড়াই ব্যাট চালাতে থাকেন ধাওয়ান ও রোহিত।

অন্যদিকে উইকেট না পাওয়ার হতাশায় ভুগতে ছিলো মাশরাফিরা। এমন সময় নাজমুল হাসান অপুর বলে ধাওয়ান ক্যাচ আউট হলে টাইগার শিবিরে স্বস্তি ফিরে আসে। জয়ের জন্য যখন অল্প পুঁজি তখন বল করতে আবার আসেন ক্যাপ্টেন নিজেই। এসেই অসাধারণ এক ডেলিভারি দেন যে বল মোকাবেলা করতে গিয়ে মুশফিকের হাতে ক্যাচ দিতে বাধ্য হন রাইডু।

মাশরাফির এই উইকেটে আরো একটু স্বস্তি আসে টাইগার শিবিরে। রাইডু হারানোর পর কার্তিকের সাথে নতুন করে জুটি গড়ার চেষ্টা করেন রোহিত কিন্তু তার সেই চেষ্টা ব্যর্থ হয়। রুবেল হোসেনের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান সাজ ঘরে। এরপর ব্যাটিংয়ের হাল ধরেন ধোনি ও কার্তিক।

এই দুই ব্যাটসম্যান মিলে ঠান্ড মাথায় জয়ের দিকে যেতে থেকেন।ঠিক সেই সময় আবারো ভারতের শিবিরে আঘাত হানেন মাহমুদউল্লাহ। কার্তিকের বিদায়ের পর ধোনির উপর ভর করে এগিয়ে যেতে থাকে ভারত। ধোনির দক্ষ ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে ভারত কিন্তু দিবা স্বপ্ন ভেঙে দেন মোস্তাফিজ। ধোনিকে ক্যাচ আউট করে পাঠিয়ে দেন সাজ ঘরে। ধোনির বিদায়ের পরে ব্যাটিং চাপে পড়ে ভারত। কিন্তু জদেজা ও ভুবেনঈশ্বরের ব্যাটিংয়ে জয়ের দ্বার প্রান্তে পৌছিয়ে যায়।তার পরেও খেলা গড়ায় শেষ ওভারে অবশেষে তৃতীয় বারের মত হার মানতে হয় টাইগারদের।

Bootstrap Image Preview