Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাসপাতালের বেডে শুয়ে খেলা দেখছেন সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৫ PM আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ০৫:৪৫ PM

bdmorning Image Preview


আঙুলের অবস্থা খারাপ বুঝতে পেরে এশিয়া কাপ খেলবে না আগেই জানিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু পরে দেশের কথা ভেবে খেলতে যান এশিয়া কাপ। আঙুলের সমস্যা নিয়ে প্রথম চারটি ম্যাচ খেলেছেন কিন্তু সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে আঙুলের ব্যথার কাছে হার মানতে হয়।

ইনফেকশনের মাত্রা বেড়ে যাওয়া বৃহস্পতিবার দেশে ফিরেই ডাক্তারের ছুরি-কাচির নিচে যেতে হয়েছে হাত থেকে বের করা হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ মিলি পুঁজ সার্জারির পর এখন অ্যান্টি বায়োটিক নিচ্ছেন কয়েকদিন পরেই উন্নত চিকিৎসার জন্য যাবেন দেশের বাইরে

এই সময় আজ এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ।এই সময় দলের সাথে থাকার কথা কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস হাসপাতালের বেডে শুয়ে দর্শক হয়ে খেলা দেখতে হচ্ছে।

হাসপাতালের বেডে শুয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে খেলা শুরু হওয়ার আগে একটি পোস্ট দিয়ে সাকিব লেখেন, ‘হাতের ব্যাথায় যখন দল ছেড়ে দেশে ফিরছি তখনও বুঝতে পারিনি এত খারাপ পরিস্থিতির সম্মুখিন হতে হবে দেশে আসার পর প্রচন্ড ব্যাথা অনুভব হাত অস্বাভাবিক রকম ফুলে যাওয়ায় দ্রুত হসপিটালে এডমিট হয়ে একটি সার্জারী করাতে হয়েছে আঙ্গুলের ভেতর ইনজেকশনের ফলে ৬০-৭০ সে: মি: পুঁজ বের করতে হয়েছে আপনাদের দোয়াই খুব অল্পের জন্য বড় ধরণের বিপদ থেকে এই যাত্রায় রক্ষা পেয়েছি তবে দ্রতই আরও একটি সার্জারী করাতে হবে আপনারা সকলের দোয়া প্রার্থনা করছি আপনারদর দোয়া ভালবাসায় দ্রুত সুস্থ হয়ে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করতে পারি ধন্যবাদ

Bootstrap Image Preview