Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রধানমন্ত্রীর পর টাইগারদের অভিনন্দন জানালেন পরিকল্পনামন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৮ PM আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৫ AM

bdmorning Image Preview


এশিয়া কাপের ফাইনালে উঠার লড়াইয়ে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান।টাইগারদের কাছে ৩৭ রানে হেরে পাক বাহিনীর শেষ হয়েছে এশিয়া কাপের স্বপ্ন। টাইগারদের এই দুর্দান্ত জয়ে সারা দেশ খুশির জোয়ারে ভাসছে।এমন জয়ের পর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে জন্য নিউইয়র্কে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাইগারদের অভিনন্দন জানিয়ে হোটেলে ওই সময় উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করিয়েছেন।

প্রধানমন্ত্রীর অভিনন্দন জানানোর পর এবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আইসিসি সাবেক সভাপতি মুস্তফা কামাল মাশরাফিদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, ‘ক্রিকেট দলের সকলকে শুভেচ্ছা ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়রাদের প্রচেষ্টা অব্যাহত হবে

এর আগে ২০১২ সালে ঘরের মাঠে পাকিস্তানের কাছে রানের হারে এশিয়া কাপের শিরোপা হারিয়েছিল টাইগাররা হারের সেই বেদনা এখনো বয়ে বেড়াচ্ছেন মাশরাফিরাসেই বেদনা কমানোর সুযোগ পেল এবার ১৪তম এশিয়া কাপে সেই পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে দিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল টাইগাররা ফাইনালে তাদের সঙ্গী ভারতআগামীকাল বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শিরোপা জয়ের লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই দল।

Bootstrap Image Preview