Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় সোশ্যাল মিডিয়ায় মাশরাফির ক্যাচ বন্দনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৭ PM আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫৭ PM

bdmorning Image Preview


বুধবার রাতের ম্যাচে শোয়েব মালিকের অসাধারণ ক্যাচ নিয়ে পাকিস্তানের মেরুদণ্ড ভেঙে দেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা। শোয়েব যখন ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তখনই মাশরাফির ক্যাচে বড় ধাক্কা খায় পাকিস্তান। রীতিমত বাজ পাখির মত ছোঁ মেরে শোয়েবের ক্যাচ তালুবন্দি করেন মোর্তাজা। সোশ্যাল মিডিয়া তাঁক ক্যাচের প্রশংসায় পঞ্চমুখ হয়।

দলীয় ১৮ রানের মধ্যে ফকর জামান, শরফরাজ আহম্মেদ ও বাবর আজমের উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। সেই অবস্থান থেকে ইমাম উল হক ও শোয়েব মালিক দলকে টেনে তোলেন। তাদের পাটনাশিফটি যখন ৬৭ রানে পৌঁছায় তখন ইনিংসের ২১তম ওভারের প্রথম বলে মিডউইকেটে বল ঠেলে দেন ৩৬ বছর বয়সী এই তারকা। সেই বল তালুবন্দী করে পাকিস্তান শিবিরকে স্তম্ভীত করে দেন মাশরাফি। দুই পায়ে সাত সার্জারির পরেও এমন ক্যাচ তাই সকলের কাছেই প্রশংসা কুড়াচ্ছে।

হিন্দুস্তান টাইমসের সাংবাদিক সঞ্জীব নিজ ভেরিফায়েড পেজ থেকে টুইট পোস্টে বলেন, এই আকর্ষণীয় ক্যাচটি নিয়ে কিংবদন্তি মাশরাফি বাংলাদেশের ক্রিকেটকে আরও এগিয়ে দিলেন। তিনি বাংলাদেশের ইতিহাসে অন্যতম যিনি প্রতিপক্ষকে নিয়ে ভীতসন্ত্রস্ত হন না।

মধুসূদন নামের এক টুইটার ব্যবহারকারী মাশরাফির ধরা ক্যাচটির ভিডিও পোস্ট করে বলেন, চমৎকার ক্যাচ! এটি কি ফাইনালে যাওয়ার টিকিট?

জয় আদাতিয়া নামের আরেক ক্রিকেটপ্রেমী লেখেন, মুর্তজা শুধু ক্যাচটিই ধরেননি। নিজেকে শূন্যে ভাসিয়ে হাতের নাগাল থেকে দূরে চলে যাওয়া ম্যাচটি ধরে নিয়েছেন।

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় দুবাইতে ভারতের বিপক্ষে এশিয়ার সেরা হতে মাঠে নামবে মাশরাফির দল।

Bootstrap Image Preview