Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'মেয়েরা যে বিশ্বকাপ খেলতে গেছে এটা তো আমি জানতামই না’ পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১২:৫৫ PM আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১২:৫৫ PM

bdmorning Image Preview


গত বছর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় সালমা-জাহানারাদের বাংলাদেশ। কিন্তু অবাক করা ব্যাপার হলো নারী ক্রিকেট দলের এই অর্জনের বিষয়ে জানেনই না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন!

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে কিছুদিন আগে দেশ ছেড়েছে সালমারা। অথচ এই বিষয়টি নাকি অজানা ছিল বিসিবি প্রধানের কাছে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৯ দলকে সম্বর্ধনা দিতে এসে নিজেই এমনটা জানান তিনি। 

পাপন বলেন, 'মেয়েরা যে বিশ্বকাপ খেলতে গেছে এটা তো আমি জানতামই না। আমি এক বছর আগেও জানতাম আমাদের মেয়েরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে না। কিন্তু তারা তো যাচ্ছে। তাই আস্তে আস্তে তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে।'

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর নিজ দেশকে নিয়ে প্রত্যাশা বেড়েছে বিসিবি প্রধানের। তাঁর বিশ্বাস সিনিয়র ক্রিকেটাররাও আগামীতে ওয়ানডে বিশ্বকাপ জিততে সক্ষম হবে। সময় লাগলেও একটা সময় ঠিকই এই সাফল্য অর্জন করবে বাংলাদেশ বলে বিশ্বাস করেন তিনি। 

পাপন বলেন, 'যুবারা যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে অবশ্যই একটা ব্যাপার নিশ্চিত যে আমাদের বড়দেরও না পারার কারণ নেই। হয়তো একটু সময় লাগবে। আমাদের হয়তো কিছু ঘাটতি আছে, তবে আমরা যদি পরিকল্পনা মাফিক এগোই তাহলে আমার ধারণা এটা সম্ভব হবে।' 

Bootstrap Image Preview