Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ক্রিকেটটা আবেগ দিয়ে খেলেন না সাকিব ভাই: আকবর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১২:০০ PM আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১২:০২ PM

bdmorning Image Preview


দেশের ক্রিকেটে অবিস্মরণীয় এক অধ্যায় রচনা করে দিলেন আকবর আলিরা। প্রথমবারের মতো আইসিসির কোনো বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। যুব ক্রিকেটের এমন সাফল্য নিঃসন্দেহে আলাদা একটা উচ্চতায় তুলে দিয়েছে আকবরদের।

বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তিরা কখনও দলকে আইসিসির কোনো আসরে ফাইনালেও তুলতে পারেননি। আকবর আলির নেতৃত্বে প্রথমবারের মতো ফাইনাল খেলল বাংলাদেশ, জিতলো শিরোপাও।

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। অনেকে তাকে তুলনা করছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক এমএস ধোনির সাথে। তবে তিনি এটাকে বাড়াবাড়ি বলেছেন। আকবরের প্রিয় খেলোয়াড় আর কেউ নন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে তার প্রিয় ক্রিকেটার কে এমন প্রশ্নের জবাবে আকবর বলেন, ‘আমার প্রিয় ক্রিকেটার সাকিব ভাই।

তিনি ক্রিকেটটা আবেগ দিয়ে খেলেন না।’তবে দেশের বাইরেও তার প্রিয় খেলোয়াড় রয়েছে। দেশের বাইরে প্রিয় খেলোয়াড়দের মধ্যে তিনি জস বাটলার ও এবি ডিভিলিয়ার্সের নাম উল্লেখ করেন।

Bootstrap Image Preview