Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তামিম-মাহমুদুল্লাহদের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:৫৮ AM আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২০, ১০:৫৮ AM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল, অন্যদিকে পাকিস্তানের মাটিতে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ৪৪ রানের ব্যবধানে হেরেছে জাতীয় দল!

দেশ ও দেশের বাইরে জাতীয় দলের একের পর এক বাজে পারফরম্যান্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান। ইনিংস হারা দল নিয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আভাস দিয়েছেন তিনি।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,

“গত বিশ্বকাপ থেকে ফেরত আসার পরে যে কয়টা সিরিজ আমরা খেলেছি, সেটার কোনোটায় আগে বাংলাদেশ দল যেমন ছিল এর সঙ্গে আমি মেলাতে পারি না। তাদের অ্যাটিচিউড, মাইন্ডসেট, খেলা কোনো কিছুই আমার কাছে আগের মতো মনে হয় না। এটা অন্যরকম।

এটা খুবই দুঃখজনক। এটা নিয়ে অবশ্যই বসে থাকব না। শ্রীলঙ্কা সফর দেখেন, ত্রিদেশীয় সিরিজ, আফগানিস্তান টেস্ট, ভারতে টেস্ট সিরিজ, পাকিস্তান একই কথা। যত দিন যাচ্ছে, উন্নতির কোনো আভাস দেখছি না। এটা আমাদের ভাবনায় আছে।”

জাতীয় দলের এরকম এই টানা ব্যর্থতার কারণ জানতে সকলের সঙ্গে বৈঠকে বসার কথাও বলেছেন নাজমুল হাসান পাপন,

“জাতীয় দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজমেন্ট সবার সঙ্গে কথা বলার সময় হয়েছে। এবং একটু বিস্তারিতভাবে জানার, যে সমস্যাটা কোথায়। আমি এগুলো থেকে একটু সরে আসতে চেয়েছিলাম, আপনাদের বারবার বলেছি।

গত দুই বছর ধরে বলছি, আমি আগের মতো সম্পৃক্ত না। ওদের এতো দিনে শিখে যাওয়ার কথা। এখন মনে হচ্ছে না, এখন সব কিছুতেই সম্পৃক্ত হতে হবে এবং কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।”

Bootstrap Image Preview