Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিএসএলে দ্বন্দ্বে জড়ালো লাহোর-করাচির টিম ম্যানেজমেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০২ PM আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০১৯, ১২:০৪ PM

bdmorning Image Preview


পাকিস্তান প্রিমিয়ার লিগের চতুর্থ আসরটা মোটেই ভালো যাচ্ছে না। পুলওয়ামায় ভারতীয় নিরাপত্তা বাহিনী ‘সিআরপিএফ’ এর উপর হামলায় ভারতের ৪৪ জন জওয়ান নিহত হওয়ার ঘটনায় এই লিগ সম্প্রচার বন্ধ করে দিয়েছে ইএসপিএন সহ ভারতের সংবাদ সংস্থা। যাতে বেশ ক্ষতির মুখে পড়তে হয়েছে তারা। এবার ম্যাচ শেষে দুই দলের টিম ম্যানেজমেন্টর মধ্যে বাঁধল বাক-বিতন্ডা। 

ম্যাচ তখন শেষ। দুবাইয়ে শনিবার করাচি ও লাহোর কিংসের মধ্যে ম্যাচ ছিল। এই ম্যাচে লাহোর জিতেছে ২২ রানে। এরপরই মাঠের বাইরে দুই দলের টিম ম্যানেজম্যান্টের মধ্যে বাঁধে দ্বন্দ্ব। ঘটনা নিয়ে উভয় দলই পিএসএল ম্যানেজম্যান্টের কাছে অভিযোগ করেছে।

করাচি কিংস অভিযোগ করেছে, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিআইপে বক্সে বসে ছিলেন লাহোর কালান্দার্সের একজন। যিনি বাজে ভাষা ব্যবহার করেছেন। একইসঙ্গে লাহোর কালান্দার্সের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, করাচি দলের সিনিয়র ম্যানেজম্যান্ট বাজে ব্যবহার করেছেন।

'বিবিসি উর্দু'র প্রতিবেদনে জানানো হয়েছে, দুই দলের ফ্রাঞ্চাইজিই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে।

করাচির সালমান ইকবাল বলেছেন, 'এটা ভারত-পাকিস্তান ম্যাচ নয়। এটা আমাদের নিজস্ব লিগ। এখানে ভদ্রতা বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ।'

লাহোরের ম্যানেজার সামিন রানাও টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে অভিযোগ দিয়েছেন বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের উর্ধ্বতন এক কর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

Bootstrap Image Preview