Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিষেকেই ইতিহাস গড়লেন এম্বুলদেনিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৪ PM আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৪০ PM

bdmorning Image Preview


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে লঙ্কানদের হয়ে টেস্ট অভিষেক হয় বাঁ-হাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। অভিষেক ম্যাচেই সরার নজর কাড়লেন তিনি। অভিষেক ম্যাচের চতুর্থ দিনে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। 

শুক্রবার এম্বুলদেনিয়া সিরিজের প্রথম টেস্টের তৃতীয় ইনিংসে ৬৬ রানে ৫ উইকেট নেন তিনি। তার বোলিংয়ের উপর ভর করে আফ্রিকার ২৫৯ রানের গুটিয়ে যায় আফ্রিকা। প্রথম ইনিংসে ৪৪ রানের লিডসহ শ্রীলঙ্কাকে ৩০৪ রানের লক্ষ্য দিয়েছে আফ্রিকা। জবাবে ৩ উইকেটে ৮৮ রান তুলে দিন শেষ করেছে তারা। 

এম্বুলদেনিয়া শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে চতুর্থ বোলার যিনি অভিষেক ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট শিকার সরে নজির স্থাপন করলেন। এর আগে শ্রীলংকার হয়ে অভিষেকেই পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছিলেন কোশালা কুরুপুয়ারাচ্চি উপুল চন্দনা ও আকিলা ধনঞ্জয়া।

১৯৮৬ সালে প্রথম এই কীর্তি গড়েন কুরুপুয়ারাচ্চি। পাকিস্তানের বিপক্ষে কলম্বো ক্রিকেট গ্রাউন্ডে ৪৪ রানে ৫ নিয়েছিলেন তিনি।

১৯৯৯ সালে শ্রীলংকার হয়ে দ্বিতীয়বারের মত কীর্তি গড়েন চন্দনা। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ১৭৯ রানে ৬ উইকেটে নিয়েছিলেন চন্দনা।

এরপর গেল বছর ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ২৪ রানে ৫ উইকেট নিয়েছিলেন ধনঞ্জয়া।

Bootstrap Image Preview