Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যাটসম্যান ও বোলারদের দুষলেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৭ PM আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০১:২৭ PM

bdmorning Image Preview


নেপিয়ারের হারের পুনরাবৃত্তি হলো ক্রাইস্টচার্চে। দুটি ম্যাচেই যেন ব্যাটিং ও বোলিংয়ে দূর্বল এক বাংলাদেশকে দেখল বিশ্ব। দুটি ম্যাচেই একই ভাবে হেরেছে বাংলাদেশ। প্রথম ওয়ানডে হারের পর মাশরাফি কোনো অজুহাত দিয়েছিলেন না। আজও দিলেন না। সরাসরিই সাংবাদিকদের জানিয়ে দিলেন ব্যাটসম্যান ও বোলারদের কারণেই আজকের এই হার। 

প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে ব্যর্থতা থাকলেও  বোলিং নিয়ে কিছুটা সন্তুষ্টির কথা বলেছিলেন মাশরাফি। কিন্তু আজ ম্যাচ শেষে সেই সান্তনা টুকুও পেলেন না। নিউজিল্যান্ডরা যে ১৩.৫ ওভার ও ৮ উইকেট হাতে রেখেই ২-০ তে সিরিজ দখলে নিয়েছে। 

আজকের ম্যাচেও শুরুর চা ব্যাটসম্যানেই কেউই বড় স্কোর গড়তে পারেনি। মিঠুৃন ও সাব্বির রহমানের ৭৫ রানের জুটিতে লড়াই করার মতো কিছু একটা পায় বাংলাদেশ। মিঠুনেন ৫৬ সাব্বিরের ৪৩ ছাড়া তৃতীয় সর্বোচ্চ ২৪ রান আসে মুশফিকের ব্যাট থেকে। 

ব্যাটিং প্রসঙ্গে মাশরাফী বলেন, ‘এটা আমাদের জন্য খুবই কঠিন একটা দিন ছিল। আমরা শুরুতেই উইকেট হারিয়েছি। পার্টনাশিপগুলো দুষ্টিকটুভাবে ৩০ ঘরেই আটকে ছিল। সেটা ৬০ ঘরে গেলে ম্যাচটা অন্যরকম হতে পারত। আমাদের টপ অর্ডার শক্তভাবে দাঁড়াতে পারেনি, শুধু মিথুন বেশ ভালো খেলেছে। আর বোলারদের মধ্যে মোস্তাফিজুর ভালো করেছে।’

আজকের ম্যাচে বোলিংয়ে একমাত্র মোস্তাফিজ ছাড়া আর সকলেই ছিলেন ব্যর্থ। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের দুটি উইকেটই তিনি নেন। বোলিংয়ে ফিজ ছাড়া সবারই ইকোনোমি ছিল ছয়ের উপরে। কারো কারো সেটা ৮,৯ ছাড়িয়ে গেছে। অন্যদিকে বল হাতে দ্যুতি ছড়িয়েছে ‍নিউজিল্যান্ডের বোলাররা। 

মাশরাফি বলেন, ‘এই ম্যাচ থেকে ইতিবাচক তেমন কিছুই আসেনি। আমাদের একটি গ্রুপ হয়ে খেলা দরকার ছিল, আমার ২২০-২৩০ রান করছি। কিন্তু আমাদের দরকার ২৭০-২৮০ রান, তাহলে আমরা লড়াই করতে পারতাম।’

Bootstrap Image Preview