Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দলে ফিরলেন রাহুল-কোহলি, বাদ পড়লেন কার্তিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪২ AM আপডেট: ১৬ ফেব্রুয়ারী ২০১৯, ০৯:৪৫ AM

bdmorning Image Preview


ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন  টি-২০ ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষনা করল ভারত। এই সিরিজে বিশ্রাম কোটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক বিরাট কোহলি। এই সিরিজে টি-টোয়েন্টি দলে ফিরছেন বিতর্কিত মন্তব্য করে দল থেকে বাদ পড়া কেএল  রাহুল। এছাড়া টি-২০ সিরিজে ডাক পেয়েছেন লেগ-স্পিনার ময়াঙ্ক মারকাণ্ডে। তবে, দুটি সিরিজ থেকেই বাদ পড়লেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

অজিদের বিরুদ্ধে দু’টি টি-২০ এবং পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে টিম কোহলি৷ পুরো শক্তি নিয়েই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ভারত৷ টি-২০ সিরিজ ও প্রথম দু’টি ওয়ান ডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে৷ কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে সিরিজের শেষ তিনটি ওয়ান ডে ম্যাচে ডান হাতি সুইং বোলারকে দলে ফেরান নির্বাচকরা৷

আগামী ২৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে।  মূলত, মে-জুন মাসে বিশ্বকাপের আগে এটিই ভারতের শেষ একদিনের টুর্নামেন্ট।

টি-২০ দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, দীনেশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, বিজয় শংকর, যুবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কউল, মায়াঙ্ক মার্কান্ডে৷

প্রথম দু’টি ওয়ান ডে’র দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, কেদার যাদব, ঋষভ পন্ত, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, বিজয় শংকর, যুবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কউল, মহম্মদ শামি, কুলদীপ যাদব, সিদ্ধার্থ কউল৷

ভারতের শেষ তিন ওয়ান-ডে দল: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা (ভিসি), শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পাণ্ডিয়া, যসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল ও ঋষভ পান্থ।

Bootstrap Image Preview