Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাপটিলের সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের সহজ জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৫ PM আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০১৯, ০২:৩৯ PM

bdmorning Image Preview


নেপিয়ারে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ‍৮ উইকেটে বড় ব্যবধানে জয় পেল নিউজিল্যান্ড। এদিন নিউজিল্যান্ডের হয়ে শতক হাঁকিয়েছেন উদ্ধোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল। তিনিই ম্যাচ সেরা নির্বাচিত হন। 

বাংলাদেশের দেওয়া ২৩৩ রানের জবাবে দলকে ভালো সূচনা এনে দেন দুই উদ্ধোধনী ব্যাটসম্যান গাপটিল ও হেনরি নিকোলস।  তারা দুজনে মিলে দলকে এনে দেন ১০৩ রানের শক্ত ভীত। যা প্রথমেই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। ইনিংসের ২৩তম ওভারে তৃতীয় বলে উদ্ধোধনী জুটিতে প্রতিরোধ গড়েন মিরাজ। তার বলে ফিরতি ক্যাচ দিয়ে ৮০ বল থেকে ৫৩ রানের ইনিংস খেলেন প্যাভিলনে ফিরে যান নিকোলস। তার ইনিংসটিতে ৫টি বাউন্ডারির মার ছিল।

দ্বিতীয় উইকেটে নিউজিল্যান্ডকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন গাপটিল ও অধিনায়ক উইলিয়াশসন। তবে এই জুটিকে বেশি দূর যেতে দেননি মাহমুদুল্লাহ। দলীয় ১৩১ রানে এল বি ডব্লিইয়ের ফাঁদে ফেলে রিভিউ নিয়ে উইলিয়ামসনকে ফোরান তিনি।  ২২ বল থেকে ১১ রান করেন উইলিয়ামসন।

এ সময় বাংলাদেশে ম্যাচে ফেরার চেষ্টা করলেও সেই আশায় বাঁধ সাধেন গাপটিল ও টেইলর জুটি। তাদের দুজনের অপরাজিত ৯৬ রানের জুটিতে ৪৪.৩ ওভারে সহজ জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এসময় ১১৬ বল থেকে ১১৭ রান করে অপরাজিত ছিলেন গাপটিল। ৮টি চার ও ৪টি ছক্কায় তিনি তার ইনিংসটি সাজান। অন্যপ্রান্তে ৪৯ বল থেকে ৪৫ রান করে টেইলর। 

বাংলাদেশের হয়ে মিরাজ ও মাহমুদুল্লাহ একটি করে উইকেট নেন। বাকিরা আর কেউই উইকেটের দেখা পাননি।

তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে ১৬ ফেব্রুয়ারি। 

Bootstrap Image Preview