Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের আট উইকেটের জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১১ PM আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ০৪:১১ PM

bdmorning Image Preview


ঘরের মাঠে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলকে ধুয়ে মুছে দিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ওয়ানডে সিরিজ জয়ের পর এবার তাঁরা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটের বিশাল জয় পেলো। 

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৮০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৩৯৮ রান করে বাংলাদেশ। 

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ১৫২ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে  ৪০ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে দু উইকেট হারিয়ে আট উইকেটের বিরাত জয় তুলে নেয় স্বাগতিকরা।  


সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ড প্রথম ইনিংসঃ ২৮০ অলআউট (৯৪.২ ওভার)।

দলের সর্বোচ্চ রান করেছেনঃ (চার্লসওর্থ ৯৯, বল্ডারসন-৬৫; 
  
উইকেট নিয়েছনঃ রুহেল ৪/৬১

বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৩৯৮/৯ (১২১.৫ ওভার) 

দলের সর্বোচ্চ রান করেছেনঃ আকবর ৮২, শাহাদাত- ৮৪

উইকেট নিয়েছনঃ কাদরি ২/১০৫

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসঃ ১৫২/১০ (৮৪.৩ ওভার) দলের সর্বোচ্চ রান করেছেনঃ হিল-৩২, হলম্যান-২৯

 উইকেট নিয়েছনঃ  মিনহাজুর-৬/২৮

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসঃ ৪০/২ ( শামিম-২০*, অমিত-১০ ফিঞ্চ-১/৬ 

Bootstrap Image Preview