Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাশরাফি বিহীন ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের হার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৭ AM আপডেট: ১০ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৫৭ AM

bdmorning Image Preview


নিউজিল্যান্ড সফরের শুরুটা ভালো হলো না টাইগারদের।  নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষেএকমাত্র প্রস্তুতি ম্যাচে দুই উইকেটে  হেরে  মিশন শুরু করলো। 

তবে এইদিন টাইগারদের প্রস্তুতি ম্যাচে ছিলেন না ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, সাইফউদ্দিনরা।

আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারের আগেই ৪৬ ওভার ১ বলে সব উইকেট হারিয়ে ২৪৭ রান করে  টাইগাররা। 

টাইগারদের দেওয়া ২৪৮ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হাতে রেখে জয়ের লক্ষে পৌঁছিয়ে যায়  নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশ।  দলের হয়ে সর্বোচ্চ রান করেন ফ্লেচার। তাঁর ব্যাট থেকে আসে ৯২ রান।  

নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশঃ ২৫১/৮
রাভাল(৫২), ফ্লেচার(৯২), সলিয়া(১১),রবিন্দ্র(১৭),ক্লার্ক(১৯), অ্যালেন(৩০),ম্যাক্স চু(৩), ফিলিপ্স(৪),ওয়র্কম(০), হ্যাজেল্ডিন(২)।

উইকেট নিয়েছেনঃ মাহমুদউল্লাহ ২/৩৭, মিরাজ ২/৪৬, মোস্তাফিজ ২/৩৩, নাঈম ১/৪৩, সৌম্য ১/২৮।

নিউজিল্যান্ডের আবহাওয়ায় আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি টাইগার দলের দুই ওপেনার মুমিনুল হক ও লিটন দাস। শুরুতেই এই দুই ব্যাটসম্যান বিদায় নিলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারলো না বিপিএলে ব্যর্থ সৌম্য সরকার। মাত্র এক রান করে তিনিও ফিরে যান সাজ ঘরে। পরপর তিন উইকেটের বিদায়ে চাপের মুখে পড়ে টাইগাররা।

এরপর দুই ভাইরা মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মুশফিকের ৬২ রান ও মাহমুদউল্লাহর ৭২ রানে যেন স্বস্তি পায় টাইগার শিবির।খেলার শেষ বেলায় সাব্বিরে ৪০  রানে ভর করে  ২৪৭ রানের দেখা পায় বাংলাদেশ।

বাংলাদেশের সংক্ষিপ্ত স্কোরঃ ২৪৭/১০
লিটন দাস(৩), মুমিনুল(৬), সৌম্য(১), মুশফিক(৬২), মিথুন(১), মাহমুদউল্লাহ(৭২), সব্বির(৪০), মেহেদী (৭), নাঈম(১৭),শফিউল(৪) ও মোস্তাফিজের(১২)।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াডঃমাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান ও শফিউল ইসলাম।

নিউজিল্যান্ড বোর্ড প্রেসিডেন্ট একাদশঃজিৎ রাভাল (অধিনায়ক), অ্যান্ড্রু ফ্লেচার, রচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, ডেল  , কাটেন ক্লার্ক, শিন সলিয়া, ম্যাক্স চু (উইকেটরক্ষক), থিও ফন ওয়র্কম, ইয়ান ম্যাকপিক, অ্যান্ড্রু হ্যাজেল্ডিন ও জেমি ব্রাউন।
 

Bootstrap Image Preview