Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএল ষষ্ঠ আসরের যত পরিসংখ্যান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২২ PM আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


কুমিল্লা ভিক্টোরিয়ান্স চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে বিপিএল ষষ্ঠ আসরের পর্দা নেমেছে। এই আসরের রানারআপ হয়েছে ঢাকা ডায়নামাইটস। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন সাকিব আল হাসান। 

বিপিএল ষষ্ঠ আসর পরিসংখ্যান

সবচেয়ে বেশি ছক্কা:

ব্যাটসম্যান              ম্যাচ    ছক্কা
নিকোলাস পুরান        ১১    ২৮
(সিলেট সিক্সার্স)
আন্দ্রে রাসেল           ১৫    ২৮    
(ঢাকা ডায়নামাইটস)
রাইলি রুশো            ১৪    ২৪    
(রংপুর রাইডার্স)
মুশফিকুর রহিম        ১৩    ১৮
(চিটাগং ভাইকিংস)
এবি ডি ভিলিয়ার্স      ৬    ১৭

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস:

ব্যাটসম্যান          রান       বল    প্রতিপক্ষ
তামিম ইকবাল     ১৪১*      ৬১    ঢাকা ডায়নামাইটস
এভিন লুইস        ১০৯*     ৪৯    খুলনা টাইটান্স
ল্যরি ইভান্স         ১০৪*     ৬২    কুমিল্লা ভিক্টোরিয়ান্স
রাইলি রুশো        ১০০*    ৫১    চিটাগং ভাইকিংস
এবি ডি ভিলিয়ার্স   ১০০*    ৫০    ঢাকা ডায়নামাইটস
অ্যালেক্স হেলস     ১০০    ৪৮    চিটাগং ভাইকিংস

সর্বোচ্চ দলীয় ইনিংস: রংপুর রাইডর্স ২৩৯/৪ (২০), প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস।

ম্যাচে সর্বোচ্চ রান: ৪০২, রংপুর রাইডার্স বনাম চিটাগং ভাইকিংস।

সর্বাধিক ফিফটি: রাইলি রুশো (রংপুর রাইডার্স), ৬টি।

সর্বাধিকবার শূন্য রানে আউট: মাশরাফি বিন মুর্তজা, এনামুল হক, তামিম ইকবাল (৩ বার করে)।

এক ইনিংসে সর্বাধিক ছক্কা: তামিম ইকবাল, ১১টি।

বাউন্ডারির মাধ্যমে এক ইনিংসে সর্বাধিক রান: তামিম ইকবাল, ১০৬ রান, (১০টি চার, ১১টি ছক্কা)।

সর্বাধিক ডিসমিসাল: নুরুল হাসান সোহান, ১৫ ম্যাচে ১৯ ডিসমিসাল।

সর্বাধিক ক্যাচ: আফিফ হোসেন, সাব্বির রহমান এবং তামিম ইকবাল, ৯টি করে ক্যাচ।

সর্বোচ্চ জুটি: অ্যালেক্স হেলস এবং এবি ডি ভিলিয়ার্স, ১৮৪।

Bootstrap Image Preview